6 JULY 2025

BY- Aajtak Bangla

এবার ২ দিন রাখি পূর্ণিমা, ভাইয়ের হাতে রাখি বাঁধবেন কবে?

প্রতি বছর শ্রাবণ পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি পূর্ণিমা। এই বছর রাখি পূর্ণিমা কবে পালিত হবে?

ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপিত হয় রাখি বন্ধনের মাধ্যমে।

ভাইদের হাতে এ দিন বোনেরা রাখি বা রক্ষাসূত্র বেঁধে দেন। সনাতন ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে।

ভাইয়ের নীরোগ সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোন। একই সঙ্গে ভাই বোনকে সারাজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন।

এই বছর রাখি পূর্ণিমা পড়ছে আগামী ৮ আগস্ট দুপুর ২টো ১২ মিনিটে। পূর্ণিমা চলবে ৯ আগস্ট দুপুর ১টা ২১ মিনিট পর্যন্ত।

উদয়া তিথি অনুসারে ৯ আগস্ট শনিবার পালিত হবে রাখি বন্ধন। এই দিনে ভাইদের হাতে রাখি বেঁধে দেবেন বোনেরা।

ভাইয়ের হাত রাখি বাঁধার শুভ সময় পড়ছে ৯ আগস্ট সকাল ৫টা ৩৫ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে।

৯ আগস্ট বেলা ১২টা থেকে দুপুর ১২টা ৫৩ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত।

শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত ২৪ ঘণ্টা পরে থাকতে হয়। তার আগেই রাখি খুলে ফেললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না।