27 January, 2024
BY- Aajtak Bangla
রতন টাটাই একমাত্র ভারতীয় যিনি এই কাজটি করেছেন
রতন টাটার জন্য আর আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। ভারত তথা বিশ্বের অন্যতম পরিচিত মুখ তিনি।
রতন টাটা মাত্র ২১ বছর বয়সে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান হন। নিজের বুদ্ধি, ধৈর্য্য ও সরল জীবনযাপনের মাধ্যমে গোটা দেশের কাছে তিনি নজির স্থাপন করেন।
২০০৯ সালে রতন টাটা মধ্যবিত্তদের জন্য ১ লক্ষ টাকার বাজেটে ন্যানো গাড়ি চালু করেছিলেন।
এদিকে বিলাসবহুল গাড়ির সংস্থা জ্যাগুয়ার, ল্যান্ড রোভারও বর্তমানে টাটা গোষ্ঠীর অধীনস্থ।
তবে অনেকেই জানেন না, রতন টাটার এমন এক কীর্তি আছে, যা আর কোনও ভারতীয়ের নেই।
রতন টাটা-ই ভারতের প্রথম ব্যক্তি যিনি F-16 ফাইটার জেট উড়িয়েছেন।
২০০৭ সালে বেঙ্গালুরু এয়ার শো-তে তিনি কো-পাইলট হিসাবে এই যুদ্ধবিমান ওড়ান।
আজ তাঁরই সংস্থা আইবেসের সঙ্গে যৌথভাবে হেলিকপ্টার তৈরি করতে চলেছে।
ভারত সরকার ২০০০ সালে রতন টাটাকে পদ্মভূষণ এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ প্রদান করে।
Related Stories
এবার ২ দিন রাখি পূর্ণিমা, ভাইয়ের হাতে রাখি বাঁধবেন কবে?
জলে হলুদ গুঁড়ো মেশাতেই ম্যাজিক! কীভাবে হচ্ছে?
তৃতীয় সিঁড়িতে পা দিলেই সর্বনাশ! পুরীর জগন্নাথ মন্দিরের ১০ রহস্য জানুন
তাজমহলের আশপাশে ভর্তি তুলসী গাছ, কেন জানেন?