7 February 2024

BY- Aajtak Bangla

লিভ-ইন-এর আগে রেজিস্ট্রেশন না করলে ৬ মাস জেল হতে পারে

ইউনিফর্ম সিভিল কোড পেশ হল উত্তরাখণ্ড বিধানসভায়। প্রস্তাব অনুসারে, সেই রাজ্যে লিভ-ইন সম্পর্ক গোপন করলে ৬ মাস পর্যন্ত জেল হতে পারে।

প্রস্তাব অনুসারে, লিভ-ইন শুরু করার আগে যুগলদের রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রারের কাছে বিবৃতি জমা দিতে হবে

স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে সেই বিবৃতি জমা করা হবে। 

এই রেজিস্ট্রেশন না করে যদি কোনও যুগল ৩০ দিনের বেশি একসঙ্গে থাকেন, তাহলে তাঁদের তিন মাস পর্যন্ত জেল বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।

লিভ-ইন সম্পর্কে বিচ্ছেদের ক্ষেত্রেও কোনও মহিলা আদালতে যেতে পারেন এবং খরপোষ দাবি করতে পারেন।

লিভ-ইন সম্পর্কের সময় সন্তান হলে, তা UCC-র অধীনে যুগলের বৈধ সন্তান হিসাবে গণ্য হবে।

রক্তের সম্পর্ক, পারিবারিক সম্পর্কে লিভ-ইন, শারীরিক সম্পর্ককে নিষিদ্ধ ধরা হবে। 

২১ বছরের কম বয়স হলে সেক্ষেত্রে বাবা-মার সম্মতি জমা করে রেজিস্ট্রেশন করতে হবে।

এই বিল আইনে পরিণত হলে তারপরেই এই নিয়ম উত্তরাখণ্ডের জন্য প্রযোজ্য হবে।