25 October, 2023
BY- Aajtak Bangla
বিক্রি হচ্ছে মাটন বলে। কিন্তু আদতে তা অন্য় পশুর মাংস। দেশ-বিদেশে এমন ঘটনা নেহাৎ কম নয়।
সম্প্রতি চিনের এক কসাইখানার দিকে যাওয়া এক ট্রাক থেকে প্রায় ১,০০০ বিড়াল উদ্ধার করেছে পুলিশ।
চিনের জিয়াংসু প্রদেশের ঝাংজিয়াগং-এর ঘটনা এটি।
তদন্তে দেখা যায়, এই বিড়ালের মাংসই শুকর বা মাটন হিসাবে বিক্রি করত সেই কসাইখানা।
কয়েকজন পশুপ্রেমীর থেকে প্রথম এই বিষয়ে অভিযোগ পায় পুলিশ।
সেই ভিত্তিতে হঠাৎ ট্রাক আটকে সার্চ করা হয়। আর তাতেই 'ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ে'।
চিনা সংবাদমাধ্যমের রিপোর্ট, এই বিড়ালের মাংসই শুকর ও মাটন হিসাবে বিক্রি করত ওই কসাইখানা।
বিড়ালের অভাব নেই। কেনার খরচও নেই। আর সেই কারণে এভাবে বিড়াল ধরে এনে তার মাংস বিক্রি করছিল ওই কসাইখানা।
বিড়ালগুলি উদ্ধারের পর তা স্থানীয় এক পশু শেলটারে রাখার ব্যবস্থা করা হয়েছে।