24 July, 2024

BY- Aajtak Bangla

আজ শনির কোপে চাঁদ! মাঝরাতে যা ঘটবে, দেখতে পাবেন...

সূর্য গ্রহণ বা চন্দ্রগ্রহণ (Luner Eclipse 2024) তো বিশ্ববাসী জানেই। চন্দ্রগ্রহণ কেন হয়, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়াও বাহুল্য।

কিন্তু এ যে অন্য রকম চন্দ্রগ্রহণ। এ ক্ষেত্রে সূর্য নয়, চাঁদকে গ্রাস করবে শনিগ্রহ (Saturn Lunar Eclipse)। 

এই ঘটনা বিরল নয়, অতিবিরল বলছেন অনেকে। সূর্যের ছায়া নয়, একেবারে শনিগ্রহের ছায়া ঢেকে যাবে চাঁদ। সেই দৃশ্য দেখতে পাবে বিশ্ববাসী।

কেন অতিবিরল? মহাকাশ গবেষকরা বলছেন, এই ধরনের চন্দ্রগ্রহণ ১৮ বছরে একবার হয়।

একে বলা হয় Saturn Lunar Eclipse বা শনি চন্দ্রগ্রহণ (Shani Chandra Grahan)।

ব্রহ্মাণ্ডে এই ঘটনাটি ঘটবে মধ্যরাতে। ভারতে রাত দেড়টা থেকে ২টো ২৫ মিনিট পর্যন্ত শনিগ্রহের গ্রাসে থাকবে চাঁদ।

আজ ২৪ জুলাই এই ঘটনাটি দেখতে পাবে বিশ্ববাসী। হঠাত্‍ দেখা যাবে চাঁদকে যেন কালো মেঘ ঢেকে ফেলল। আসলে ওটাই শনিগ্রহের ছায়া হবে।

ভারত ছাড়া শ্রীলঙ্কা, মায়ানমার, চিন ও জাপান থেকেও শনির এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

তাহলে শনি চন্দ্রগ্রহণ দেখতে আজ মধ্যরাতে ছাদে উঠতেই পারেন। ব্রহ্মাণ্ডের বিপুল রহস্যের একটি ঘটনার সাক্ষী হবেন।