30 January, 2024
BY- Aajtak Bangla
যমজ কীভাবে হয়? অনেকের মনেই এই প্রশ্ন আসে। অনেক যমজেরই মুখ, চুল, জিভ এমনকি হাঁটাচলাও প্রায় একইরকম হয়।
Credit: Instagram
আজকাল, অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক যমজ ভাই-বোনকেই একসঙ্গে রিল তৈরি করতে দেখা যায়।
Credit: Instagram
কিন্তু কখনও ভেবে দেখেছেন, ঠিক কী কারণে যমজ সন্তানের জন্ম হয়? আসুন জেনে নেওয়া যাক।
Credit: Instagram
যমজ দুই ধরনের হয়। হুবহু একইরকম দেখতে। আবার অনেকে একসঙ্গে জন্মালেও আলাদা-আলাদা দেখতে।
Credit: Instagram
বিজ্ঞান বলছে, কখনও কখনও গর্ভাবস্থায় ডিম দু'টি ভাগে বিভক্ত হয়ে যায়। এই অবস্থায় দু'টি পৃথক শিশু একসঙ্গে বেড়ে ওঠে ও জন্ম নেয়।
Credit: Instagram
যমজদের সাধারণত লিঙ্গও একই হয়। অর্থাৎ উভয়ই মেয়ে অথবা উভয়ই ছেলে।
পুরুষের বীর্য থেকে দু'টি শুক্রাণু নারীদেহে ভিন্ন ডিম্বাণুতে প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে শিশুরা যমজ হলেও হুবহু এক দেখতে হন না।
ফলে যমজ মানেই যে সবসময়ে তাদের একই দেখতে হবে এমন কোনও মানে নেই।
তবে অনেকের ভ্রান্ত ধারণা আছে যে যমজদের একজনের কষ্ট হলে, খিদে পেলে অপরজনও সেটা অনুভব করে। তবে আসলে তা নয়।