BY- Aajtak Bangla

ইনি একাকিত্বের ‘ভাড়াটে বন্ধু’, মাসিক আয় লক্ষাধিক

02 AUGUST, 2023

অর্থ উপার্জন করতে হলে পরিশ্রম করতে হয়। প্রয়োজন যোগ্যতা অনুযায়ী সঠিক পেশা নির্বাচন করা। এই সার কথাটা আমরা অনেকেই আমাদের অভিভাবকদের কাছে ছোটবেলা থেকে শুনে আসছি।

কিন্তু একেবারে কোনও কাজ না করে অর্থ উপার্জনের কথা ভাবা ‘ইউটোপিয়ান ফ্যান্টাসি’ বা অলিখ কল্পনার মতোই ব্যাপার।

তবে যা কেউ কল্পনাও করতে পারেন না, সেটাই করে দেখিয়েছেন জাপানের একজন ব্যক্তি, যিনি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করেন কোনও কাজ না করেই!

অবিশ্বাস্য মনে হলেই জাপানের ঊনচল্লিশ বছর বয়সী শোজি মরিমোতো (Shoji Morimoto) কার্যত কোনও কাজ না করার জন্য নিজেকে ‘ভাড়া’ দিয়ে থাকেন।

টোকিও-র বাসিন্দা মরিমোতো প্রতি সিটিংয়ে ১০,০০০ ইয়েন বা ভারতীয় মূল্যে প্রায় ৫,৭৯২ টাকা উপার্জন করেন। তাঁর একাকিত্বে ভোগা ক্লায়েন্টদের সঙ্গ দেওয়ারই ভাড়া পান তিনি।

গত বছর প্রকাশিত রয়টার্সের একটি প্রতিবেদন বলা হয়েছে, ৪ বছরে মোরিমোতো ৪ হাজারেরও বেশি ক্লায়েন্টদের সঙ্গ  বা ‘পেইড সিটিং’ দিয়ে উপার্জন করেছেন।

এক ক্লায়েন্ট প্রায় ২৭০ বার মরিমোটোকে ‘ভাড়া’ করেছেন তাঁকে সঙ্গ দেওয়ার জন্য। গত ৫-৬ বছরে একাধিক চাকরির অফার ফিরিয়েছেন তিনি। টাকার বিনিময়ে যৌনতার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি।

মরিমোতো রয়টার্সকে বলেন, "আমি মূলত নিজেকে ভাড়া দিয়ে থাকি। আমার কাজ হল, যেখানে আমার ক্লায়েন্টরা আমাকে তাদের সঙ্গে রাখতে চায় সেখানে থাকা এবং বিশেষ কিছু না করা।"

মরিমোতো প্রতি সিটিংয়ের আয়কে বোধহয় ‘পারিশ্রমিক’ বলা চলে না! কারণ, মরিমোতো টাকা উপার্জনের জন্য কোনও পরিশ্রমই করেন না।