6 APRIL 2023
অনির্দিষ্টকালের জন্য স্পর্শকাতর এলাকাগুলিতে পারমিট দেওয়া বন্ধ করে দিয়েছে সিকিম সরকার।
ভয়াবহ তুষার ধসে মৃত্যু হয়েছে দু'জন বাঙালি সহ ৭ পর্যটকের। জখম হয়েছেন বহু পর্যটক।
তবে সিকিমে পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ ছাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা এ দিনও খোলা হয়নি।
পরিস্থিতি অনুকূল না হলে এবং আবহাওয়া সুনিশ্চিত আশ্বাস না পাওয়া গেলে ওই এলাকাগুলো আপাতত খোলা হবে না।
সরকারের তরফ থেকে কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।
এলাকাগুলিতে পরিস্থিতি অনুকূল না হলে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না। সরকারি তরফে আটকে পড়া পর্যটকদের ফেরাতে এবং চিকিৎসা সংক্রান্ত সমস্ত রকম সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে যে ১৩ মাইল পর্যন্ত অনুমতি থাকার পরও কিভাবে ১৫ মাইলে পর্যটকরা চলে গেলেন, এ বিষয়টি নিয়ে সতর্ক সিকিম সরকার।
এলাকা চিহ্নিত করা, জলপ্রপাতগুলিতে যাতে পর্যটকরা যেতে না পারেন, নিরাপদ দূরত্বের বাইরে পর্যটকদের অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাঙ্গু, আছেন লাচুং এর পরিবর্তে অন্য কোনও জায়গায় যাওয়া যায় কি না তা নিয়ে খোঁজ নিচ্ছেন। তবে বৃহস্পতিবার লাচুং-নাচেনে যাওয়ার রাস্তা খুলে দেওয়া হয়েছে।