BY- Aajtak Bangla
BY- Aajtak Bangla
সাপের বিষে বেজির কিছু হয় না কেন? অনেকেই জানেন না
কারও সঙ্গে কারও বিবাদ হলে লোকে বলে ওদের সম্পর্কটা ‘সাপে-নেউলে’। নেউল মানে বেজি।
সাপ আর বেজি ভয়ানক শত্রু। পরস্পরের মুখোমুখি হলে লড়াই অবশ্যম্ভাবী।
সাপ-বেজির লড়াইয়ে বেশিরভাগ সময়ই জয়ী প্রাণীটার নাম বেজি। তবে সাপও মাঝে মাঝে জেতে।
একটা কথা প্রচলিত আছে, বেজির নাকি সাপের বিষে কিছু হয় না। কথাটা পুরোপুরি সত্য নয়।
আসলে অল্প বিষে বেজির তেমন কিছু হয় না। কেন?
কারণ, বেজির শরীরে এক ধরণের গ্লাইকোপ্রোটিন থাকে, যা সামান্য পরিমাণ সাপের বিষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে।
তবে যথেষ্ট পরিমাণ বিষ যদি সাপ বেজির শরীরে পুশ করে দিতে পারে, মৃত্যু অবধারিত।
এই বিষই সাপের মূল শক্তির জায়গা। একবার ভালোমতো বিষ ঢেলে দিতে পারলেই লড়াই খতম।
কিন্তু বেজির 'রিঅ্যাকশন স্পিড' অত্যন্ত বেশি। সেই কারণে সাপ বার বার ছোবল মারতে গিয়েও লক্ষ্যভ্রষ্ট হয়।