দেড়শো কোটির বাংলো-প্রাইভেট জেট-ফেরারি, 'কুবেরের' নাম রতন টাটা 

6 June 23

BY- Aajtak Bangla

রতন টাটা। দেশের সবচেয়ে পুরনো শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এমিরেতাস। 

নুন থেকে বিমান, TATA ও ভারতবাসীর সম্পর্ক শুধু পুরনোই নয়, আত্মিকও।

TATA Group-এর প্রাক্তন চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান এমিরেতাস) রতন টাটার জীবন দর্শন থেকে শুরু করে দানধ্যান, আক্ষরিক অর্থেই তিনি ভারতের 'রতন'।

ভীষণ সাধারণ জীবনযাপন করেন রতন টাটা। কিন্তু তাঁর লাক্সারি, বহুমূল্য সামগ্রী কিছু কম নেই তাঁর কাছে।

এই তালিকায় সবচেয়ে আগে আসবে মুম্বইয়ে সমুদ্রের ধারে রতন টাটার প্রাসাদ কোলাবা হাউস।

১৪ হাজার বর্গফুটের এই রাজপ্রাসাদের আনুমানিক দাম দেড়শো কোটি টাকা।

রয়েছে ফ্যালকন ২০০০ প্রাইভেট জেট। যেটি নিজেই চালান রতন টাটা।

এই প্রাইভেট জেটের দাম প্রায় ২২৪ কোটি টাকা ভারতীয় মুদ্রায়।

রতন টাটার কাছে রয়েছে ফেরারি ক্যালিফোর্নিয়া। যে গাড়ির দাম ৩.৪৫ কোটি টাকা। 

রয়েছে মার্সেডিজ বেঞ্চ এস-ক্লাস, যার আনুমানিক দাম ১.৬২ কোটি টাকা।