BY- Aajtak Bangla
28 Jan, 2025
সামনেই সবস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। স্কুল, কলেজে কৈশোর প্রেমের হাতছানি।
মনের মানুষটিকে সাহস করে প্রপোজ করার দিন হিসেবে অনেকেই সরস্বতী পুজোর দিনটিকে কাজে লাগায়।
এখন প্রশ্ন হল, যাঁকে প্রপোজ করবেন ঠিক করেছেন, সেই মেয়েটি বা ছেলেটি হ্যাঁ বলবে তো? নাকি মন ভেঙে যাবে?
কয়েকটি স্বপ্ন আছে, যেগুলি দেখলে বুঝবেন, প্রেমের প্রস্তাব পেতে চলেছেন শীঘ্রই বা প্রপোজ করলে হ্যাঁ শুনবেন নিশ্চিত।
যদি কেউ স্বপ্নের মধ্যে নিজের প্রেমিক বা প্রেমিকাকে দেখে, তা হলে বোঝায় খুব শীঘ্রই তার সঙ্গে মিলিত হতে যাচ্ছে।
দেখে নেওয়া যাক, কোন স্বপ্নে বুঝবেন, প্রেমে আসছে জীবনে বা প্রপোজ করলেই হ্যাঁ বলবে।
স্বপ্নগুলি হল,যে কোনও ধরনের প্যাডের স্বপ্ন দেখা, ২) ব্রেসলেটের স্বপ্ন, ৩) জ্বলন্ত মোমবাতির স্বপ্ন, ৪) সিরাপ, শরবত, ৫) তাঁবু খাটানো আছে এমন স্বপ্ন
৬) হয় কেউ মুখে পাউডার মাখছে বা নিজে পাউডার মাখছে এমন কোনও স্বপ্ন, ৭) কোথাও প্রজাপতি বসে আছে এমন ধরনের স্বপ্ন
৮) হিরের স্বপ্ন বা হিরে বসানো কোনও গয়নার স্বপ্ন, ৯) নতুন মোজার স্বপ্ন, ১০) কোনও ছবি বা পেন্টিংয়ের স্বপ্ন,
১১) কেউ প্রজাপতি ধরছে বা নিজে প্রজাপতি ধরার কোনও স্বপ্ন, ১২) সুপুরির স্বপ্ন, ১৩) মুরগি দৌড়ে বেড়াচ্ছে এমন স্বপ্ন।