BY- Aajtak Bangla
17 OCTOBER, 2023
বড় বড় শহরে প্রতিদিন রুজির টানে হাজির হচ্ছেন হাজার হাজার মানুষ। ফলে জনসংখ্যা বাড়ছে আর একইসঙ্গে কমছে থাকার জায়গা।
তবে এই পরিস্থিতির সঙ্গেও মানিয়ে নিয়েছে জাপান। জাপানে জনসংখ্যা প্রায় ১২.৫৭ কোটি (২০২১-এর হিসাব অনুযায়ী)। পায়রার খোপের মতো এক কামরার ফ্ল্যাটেও সংসার পেতেছেন জাপানের অনেকে।
সম্প্রতি এমনই একটি ছোট্ট ফ্ল্যাটের অন্দরমহলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন নর্ম নাকামুরা নামের এক ইউটিউবার।
নর্ম নাকামুরা নিজের ইউটিউব চ্যানেল ‘টোকিয়ো লেনস’-এ একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে চোখ কপিলে উঠেছে সকলেরই!
ফ্ল্যাটের একমাত্র ঘরটি লম্বায় মেরেকেটে ৮ ফুট, চওড়া তার থেকেও কম। ফ্ল্যাটের মধ্যে ঘরগুলিকে আলাদা করা হয়েছে ইটের মতো দেখতে স্পঞ্জের তৈরি দেওয়াল দিয়ে।
টোকিয়োয় দুই রাস্তার সংযোগস্থলে বড়জোড় ৩-৪টে ছোট গাড়ি পার্ক করার মতো জায়গায় তৈরি করা হয়েছে আস্ত একটা 'বহুতল'!
বহুতল বললেও দূর থেকে একে দেখে একটা সামান্য চওড়া একটা উঁচু পাঁচিল বলে মনে হতে পারে। কিন্তু এই ছোট্ট ছোট্ট ফ্ল্যাটগুলিতেই সববাস করছে কয়েকটি পরিবার।
আবাসনের বাথরুমে একজন ছিপছিপে চেহারার মানুষ কোনও মতে দাঁড়িয়ে স্নানটুকু সারতে পারবেন। বাথরুমের এক কোণে বাথটব থাকলেও সেখানে বড়জোড়ব গুটিশুটি মেরে বসে স্নান করতে হবে।
এই সব ফ্ল্যাটের মাপ মাত্র ১৩৮ বর্গফুট থেকে ১৫০ বর্গফুট। এই রকম এক একটি মাসে ফ্ল্যাটের ভাড়া ৪০ হাজার জাপানি ইয়েন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২২ হাজার টাকার সমান।