3 April, 2024
BY- Aajtak Bangla
v
ভারতের রেল পরিবহন ব্যবস্থা সারা বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। জেনে নিন , ভারতের ১০ টি দ্রুততম ট্রেনের সম্পর্কে , এই ট্রেনগুলো কি আপনি চড়েছেন?
বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে দেশের বিভিন্ন রুটে ট্রেনটি চলছে। ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ১৮০ কিমি/ ঘন্টা। বিলাসবহুল এই ট্রেনটিতে রয়েছে অত্যাধুনিক বিভিন্ন ব্যবস্থা।
তেজস এক্সপ্রেস ২০১৭ সালে ভারতীয় রেল এই সেমি-হাই স্পিড ট্রেনটি চালু করেন। এই ট্রেনটি ৫৫১ কিলোমিটার পথ যেতে সময় নেয় ৮.৫ ঘন্টা। ট্রেনটির গড় গতি ১১০কিমি/ ঘন্টা থেকে ১৬২ কিমি/ ঘন্টা। অত্যাধুনিক এই ট্রেনটি বিমানের স্টাইলে সাজানো।
গতিমান এক্সপ্রেস হাই-স্পিড এই ট্রেনটি ১৮৮ কিমি পথ যেতে সময় নেয় ১ ঘন্টা ১০ মিনিট। ট্রেনটির গতিবেগ ১৬০ কিলোমিটার/ ঘন্টা। অত্যাধুনিক এই ট্রেনটিতে বিলাসবহুল নানা ব্যবস্থা রয়েছে।
ভোপাল শতাব্দী এক্সপ্রেস দিল্লি থেকে ভোপাল যাওয়া এই ট্রেনটি ১৯৮৮ সালে জহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে শুরু হয়। দিল্লি থেকে ভোপালের ৭০৭ কিমি পথ যেতে ট্রেনটি ঘন্টায় ১৫৫ কিমি বেগে চলে। এই ট্রেনটিতে কোনো স্লিপার ক্লাসের ব্যাবস্থা নেই।
মুম্বই-রাজধানী এক্সপ্রেস এটি একটি দ্রুততম এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মুম্বই থেকে দিল্লির ১৩৮৪ কিমি পথ ১৪০ কিমি/ঘণ্টাতে সম্পর্ণূ করে। এই ট্রেনটিতে ওয়াইফাই, অন বোর্ড ক্যাটারিং প্রভৃতি ব্যবস্থা রয়েছে।
কানপুর রিজার্ভ শতাব্দী এই ট্রেনটি ভারতের দ্রুততম ট্রেন গুলির মধ্যে একটি। ট্রেনটি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলে। ট্রেনটির গড় গতিবেগ ৮৭কিমি/ঘণ্টা। ট্রেনটিতে ভ্রমনের সময় কম বলে কোনো স্লিপার ক্লাসের ব্যবস্থা নেই।
শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস ভারতীয় রেল কর্তৃপক্ষ ২০০৯-২০১০ সালের মধ্যে ট্রেনটি চালু করেন। ১৪৫২ কিমি পথ ট্রেনটি ১৬ ঘণ্টা ৫৫ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির গায়ে হলদে সবুজ রংটি ট্রেনটির অন্যতম বৈশিষ্ট্য।
হাওড়া – রাজধানী এক্সপ্রেস ভারতের দ্রুততম এই ট্রেনটি “ভারতের রাজা “ নামে পরিচিত। ট্রেনটির গতি গড়ে ৮৫কিমি/ঘণ্টা থেকে ১৩০ কিমি / ঘন্টা । ১৪৫১ কিমি পথ ট্রেনটি ১৭ ঘন্টায় সম্পূর্ণ করে। এই ট্রেনটি রাজধানী এক্সপ্রেস ট্রেন সিরিজের প্রথম ট্রেন যেখানে সম্পূর্ণ ট্রেনটিতে এসি ও ওয়াইফাই রয়েছে।
মুম্বই সেন্ট্রাল-আহমেদাবাদ এসি ডাবল ডেকার এক্সপ্রেস এই ট্রেনটি একটি ডবল ড্রেকার এক্সপ্রেস। ট্রেনটি ৮৯৩ কিমি পথ যেতে সময় নেয় প্রায় ৭ ঘন্টা। ট্রেনটির গড় গতিবেগ ৬৭ কিমি/ ঘণ্টা থেকে ১৩০ কিমি/ ঘণ্টা।
এইচ নিজামুদ্দিন – বান্দ্রা গরিব রথ এই ট্রেনটি দেশের দ্রুততম গরিব রথ এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেল ২০০৫ সালে ট্রেনটি চালু করে। ট্রেনটি ১৩৬৭ কিমি পথটি প্রায় ১৬ ঘণ্টায় অতিক্রম করে। ট্রেনটির গড় গতিবেগ ৮০ কিমি/ঘণ্টা থেকে ১৩০ কিমি / ঘণ্টা। এই ট্রেনটি অন্যান্য ট্রেনগুলির থেকে তুলনামূলক সাশ্রয়ী।