14 January, 2024

BY- Aajtak Bangla

ভারতের এই ৮ সরকারি চাকরিতে বেতন সবচেয়ে বেশি

প্রতীকী ছবি

ভারতে সরকারি চাকরির আলাদা চাহিদা রয়েছে। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেন।

সরকারি চাকরির সুযোগ-সুবিধা, নিশ্চয়তাই এর মূল আকর্ষণ। ভারতে কোন সরকারি পদে বেতন সবচেয়ে বেশি?

আসুন জেনে নেওয়া যাক, ভারতের সর্বোচ্চ বেতনের টি সরকারি চাকরি কোনগুলি। 

IAS: দেশের সবচেয়ে কঠিন সরকারি চাকরির পরীক্ষা এটি। এই মর্যাদাপূর্ণ পদের আধিকারিকরা শুরুতে ৫৬,১০০ টাকা বেতন পান। তবে এর সঙ্গে বাংলো, গাড়ি ও অন্য হাজারো সুযোগ-সুবিধা দেয় সরকার। 

IFS: IAS-এর মতো বেতন পান। সময়ের সঙ্গে বেতন বাড়তে থাকে। 

IPS: বেতন শুরু ৫৬,১০০ টাকা থেকে। ৮ বছর চাকরির পর সেটা ১,৩১,০০০ টাকায় পৌঁছে যায়। সর্বোচ্চ ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন হয়। 

RBI Grade B: বেতনের দিক দিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গ্রেড বি অফিসাররা চতূর্থ স্থানে রয়েছেন। বেতন শুরু ৫৫,২০০ টাকা থেকে। 

ডিফেন্স: ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ার ফোর্সের অফিসাররা ভাল বেতন পান। IAS এবং IPS-এর মতো, বেতন ৫৬,১০০ টাকা থেকে শুরু। ২.৫ লক্ষ টাকা পর্যন্ত বেতন হয়৷

DRDO: প্রতিরক্ষা গবেষণা সংস্থার বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, আধিকারিক ও কর্মীদের বেতন ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা বেতন হয়। 

বিচারপতি: সরকার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতিদের ১-২ লক্ষ টাকা বেতন দেয়।