28 October, 2023
BY- Aajtak Bangla
আজকাল বিভিন্ন পাহাড়ি পর্যটন কেন্দ্রে কাঁচের ব্রিজ তৈরির চল হয়েছে। এমনই এক বিখ্যাত কাঁচের ব্রিজে ঘটল ভয়াবহ দুর্ঘটনা।
হঠাতই ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার কাঁচের ব্রিজের মাঝের কিছু প্যানেল।
ঘটনার সময়ে প্রায় ১১ জন পর্যটক ব্রিজের উপর ছিলেন। কাঁচের প্যানেল ভেঙে প্রায় ৩০ ফুট নিচে গিয়ে পড়ে।
প্যানেল ভেঙে যাওয়ায় ছিটকে গিয়ে নিচে পড়েন ২ পর্যটক। প্রায় ৩ তলা বাড়ির সমান উচ্চতা থেকে পড়েন তাঁরা।
ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।
বাকি কয়েকজন ট্যুর গাইড কোনওমতে ঝুলে, ব্রিজের রেলিং ধরে প্রাণ বাঁচান।
স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। এই প্রথমবার এই সেতুতে এমন দুর্ঘটনা।
সেতুর নকশা আদৌ সঠিক কিনা, তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন অনেকে।
ঘটনার পর বিশ্বজুড়ে কাঁচের ব্রিজ, ভিউয়িং ডেক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এগুলি কতটা নিরাপদ, সেই প্রশ্ন তুলছেন অনেকে।