উত্তরাখণ্ডে ধ্বংসলীলা প্রকৃতির! ছবি দেখলে হাড়  হিম হবে

bangla.aajtak.in

18 Aug 2023

উত্তর ভারতের পাহাড়ি রাজ্যে প্রকৃতির তাণ্ডব।

উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশে লাগাতার বৃষ্টি। দুই রাজ্য থেকেই ভূমিধসের খবর মিলছে।

উত্তরাখণ্ডে ফুঁসছে একাধিক নদী। কোটদ্বারে মালান নদীতে একটি ট্রাক আটকে গিয়েছে।

গতকাল সন্ধ্যায় হঠাৎ করে মালান নদীতে জলস্তর বাড়ে। এই সময় তিনটি ট্রাক ও একটি জেসিবি মেশিন নদীর উপর দিয়ে যাচ্ছিল। জলের প্রবাহে ভেসে যায় ট্রাক।

উত্তরাখণ্ডের উধম সিং নগরে বহু বাড়ি নদীতে তলিয়ে গিয়েছে।

দেরাদুনের জাখান গ্রামেও ভূমিধস। রাস্তা বিপর্যস্ত। ধ্বংস হয়েছে অন্তত ১০টি বাড়ি।

যোগের শহর ঋষিকেশে রামঝুলা সেতুর নীচের রাস্তা বন্যায় ভেসে গিয়েছে। এই সেতুতে দুই চাকার যান চলাচল নিষিদ্ধ।

পাহাড়ে ভারী বর্ষণের পর গঙ্গা স্রোতস্বিনী। সেতুর নীচের অংশ ক্ষয়ে যাচ্ছে।

প্রবল বৃষ্টিতে ঋষিকেশের রাম ঝুলার তার ছিঁড়ে যাওয়ায় সেতুতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।