18 MAY 2025

BY- Aajtak Bangla

দিনের এই সময়ে ঘুরতে দেখা যায় ভিক্টোরিয়ার পরীকে, জানতেন?

ভিক্টোরিয়া মেমোরিয়ালের শীর্ষে একটি ১৬ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি রয়েছে। 

এই মূর্তিটি বিজয় ও প্রগতির প্রতীক। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই মূর্তিটি একটি বিশেষ বিয়ারিং-এর উপরে বসানো, যার ফলে এটি বাতাসের গতিবেগ অনুসারে ঘুরতে পারে।

সাধারণত বায়ুর গতিবেগ ১৮ থেকে ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা ছুঁলেই মূর্তিটি ঘুরতে শুরু করে।

ভিক্টোরিয়ার এই কলো পরীটিকে দেবদূত হিসেবে ধরা হয়। তবে এটি ঘুরতে পারে তা অনেকেই জানেন না। 

ভিক্টোরিয়া মেমোরিয়ালের অন্দরমহলে রয়েছে এক সমৃদ্ধ সংগ্রহশালা। এখানে মহারানি ভিক্টোরিয়ার ব্যক্তিগত বহুমূল্য জিনিস সংগৃহীত রয়েছে।

মেমোরিয়ালের চারপাশের বিশাল বাগানটি শুধু সবুজ ঘাসে মোড়া নয়, এখানে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি গাছপালাও দেখা যায়।

ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু স্মৃতিশৌধ নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী।

এর প্রতিটি পাথর, প্রতিটি কারুকার্য বহন করে চলেছে হারিয়ে যাওয়া সময়ের গল্প।