BY- Aajtak Bangla
17 March, 2024
রাজিবের উচ্চতা পাঁচ ফুট। সে গেছে পাত্রী দেখতে। পাত্রীর বাবা জিজ্ঞেস করলেন- পাত্রীর বাবা: বাবা, তোমার উচ্চতা কত? রাজিব: পাঁচ ফুট ১০ ইঞ্চি। ছেলের মা: চুপ কর গাধা, এটা ফেসবুক না।
বল্টু: মিলি কি খাচ্ছো? মিলি: দেখতেই তো পারছো, সিঙ্গারা খাচ্ছি। বল্টু: উফ! কী হট! মিলি: সিঙ্গারা তো হটই খায়। বল্টু: আমি কি তোমার সিঙ্গারার আলু হতে পারি। মিলি: আমি তো আলু ফেলে দিয়ে সিঙ্গারা খাই।
লাল্টু: মেয়েদের আসলে কম বয়সে বিয়ে দেওয়া উচিত নয়। পল্টু: কেন? সমস্যা কী? লাল্টু: কম বয়সে বিয়ে দিলে বাচ্চার চিপস, বিস্কুট, চকলেট নিজেই অর্ধেক খেয়ে ফেলে। পল্টু: তুই জানলি কীভাবে? লাল্টু: আমিই তো কম বয়সী মেয়ে বিয়ে করে বিপদে পড়েছি।
বাবা: তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব। ছেলে: হ্যাঁ, বলেছিলে। বাবা: তবুও ফেল করলি! পড়া বাদ দিয়া কী করেছিলি? ছেলে: কেন, সাইকেল চালানো শিখছিলাম!
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে সজল। বউ দেখানোর পর সজল বললো- সজল: বন্ধু, আমার বউ কেমন দেখলি? বন্ধু: বুঝলাম, সত্যিকারের প্রেম আসলেই অন্ধ।
থার্মোমিটারে জ্বর মাপার সময় স্ত্রী ভুলে ১০২ ডিগ্রির বদলে পড়ল ১২০ ডিগ্রি। সঙ্গে সঙ্গে ফোন করল ডাক্তারকে- স্ত্রী: হ্যালো ডাক্তারবাবু, আমার স্বামীর খুব জ্বর। প্রায় ১২০ ডিগ্রি। ডাক্তার: তাহলে আর আমাকে খবর দিয়ে লাভ নেই বরং ফায়ার বিগ্রেডে খবর দিন।
বিয়ের আগে প্রতি সোমবার ব্রত রাখতেন, কিন্তু এখন কর না কেন? বউ- বেশিদিন রাখিনি, শুধু ১৬ সোমবার রেখেছিলাম। স্বামী- তাহলে এখন কী হলো...? স্ত্রী- তারপর কোমার সঙ্গে বিয়ে হয়ে গেল আর আমার ব্রতর ওপর থেকে বিশ্বাস উঠে গেল।
স্বামী- তোমার যখন ড্রাইভিং লাইসেন্স ছিল, তোমার চালান কেন কাটা হলো? বউ- তাতে আমার ছবি ভালো ছিল না। এ কারণে পুলিশকে দেখাইনি।
মা ও বউকে কখনো বিশ্বাস করানোর দরকার হয় না। কারণ, মা কখনো সন্দেহ করে না। আর স্ত্রী কখনো বিশ্বাস করে না। জ্ঞান দেওয়া সমাপ্ত!