19 March, 2024
BY- Aajtak Bangla
টিটু- পৃথিবীর সবচেয়ে বড় উৎসব আয়োজন কোনটি? শীতু - গৃহিণী টিটু - মানে? শীতু- আর কি, সপ্তাহে ৩-৪ বার রাগ ভাঙানোর আয়োজন তো করতেই হয়।
বউ একটা বোর্ড দেখলো বেনারসি শাড়ি ১০/- নাইলন ৮/- সুতি ৫/- বউ খুশি হয়ে স্বামীকে বলল - আমাকে ৫০০ টাকা দাও, আমি ৫০টা শাড়ি কিনব। স্বামী- আরি ও বীরবলের মা, এটা একটা কাপড় ইস্ত্রি করার দোকান।
কন্যা বিদায়ের সময় বরের মোবাইল বেজে উঠল কনে তাকে কষিয়ে চড় মারল। আত্মীয়-স্বজন জিজ্ঞেস করল- এমন কেন? কারণ তার রিংটোন ছিল- "দিল মে ছুপা কে প্যায়ার হ্যায় কা আরমান লে চলে, আজ হাম আপনি মউত কা সামান লে চলে"।
বিবাহিত পুরুষরা সংবাদপত্রে তাদের রাশিফল দেখেন না , তারা বুঝতে পারেন তাদের আজকের দিনটি কেমন যাবে শুধু স্ত্রীর রাশি এবং মেজাজ দেখে।
লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইলো স্ত্রী… স্বামী: তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব। স্ত্রী: আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।
স্ত্রী: ছি, ছি, তোমার মতো বাজে ছেলে আর দেখিনি! আমার অবর্তমানে নিত্যনতুন মেয়ে নিয়ে আমারই বিছানায় ঘুমিয়েছ। স্বামী: ভুল বললে, আমরা ঘুমাইনি। জেগেই ছিলাম।
নতুন চাকরিতে ঢুকেছে বিপ্লব… ম্যানেজার: তুমি এখন, মাসে পাঁচশ টাকা বেতন পাবে। দুই মাস পর সেটা হবে এক হাজার টকা। বিপ্লব: আমি তাহলে স্যার, দুই মাস পরেই কাজে আসব।
রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম। মুকেশ: তাই তো দেখছি। রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি? মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে। বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে। চোর: সেটাও ছিল মজা। বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।