22 April, 2024
BY- Aajtak Bangla
বাবা: জানিস, তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়? ছেলে: হ্যাঁ বাবা, জানি বলেই তো কম কম পড়ালেখা করে তোমার খরচ কমানোর চেষ্টা করি।
স্বামী: আজকে এই রুটিগুলো কীভাবে পুড়িয়েছে? স্ত্রী: কারণ আমি দিনে দিনে সুন্দর হয়ে যাচ্ছি। স্বামী: তোমার সুন্দর হওয়ার সঙ্গে পোড়া রুটির কী সম্পর্ক? স্ত্রী: আমার সৌন্দর্য দেখে রুটিও জ্বলতে শুরু করেছে।
শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলেন, অ্যালোভেরা কী? ছাত্রের উত্তর- স্যার, পঞ্জাবে ছোট ভাই যখন হুইস্কি-র পেগ বানিয়ে বড় ভাইকে দেয়, তখন বলে 'এ লো ভিরা'।
ছেলে: মা, আমাদের টয়লেটটা অনেক ভালো। দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়। মা: ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!
মেয়ে- আমি আগুনে হাঁটতে পারি, তোমার জন্য নদীতে ঝাঁপ দিতে পারি। ছেলে- লাভ ইউ ডার্লিং, তুমি কি এখুনি আমার সঙ্গে দেখা করতে আসতে পারবে, মেয়ে- তুমি কি পাগল, এত রোদে আমি কীভাবে আসব?
বান্ধবীর স্বামীর উচ্চতা মাত্র ৪ ফুট দেখে বিস্মিত কমলা। কমলা: কীরে! এতো দেখেশুনে শেষমেশ এই খাটো লোককে বিয়ে করলি?! বান্ধবী: আরে! বিপদ যত ছোট হবে ততই তো ভালো।
ডাক্তারঃ আপনি প্রতিদিন সকালে ক্লিনিকের বাইরে দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকেন কেন...? গাপ্পু- স্যার, আপনি নিজেই লিখেছেন, 'মহিলাদের দেখার সময় সকাল ৯টা থেকে ১১টা!'
ছেলে- আমি তোমাকে ভালোবাসি প্রিয় মেয়েঃ তুমি কি আমার চপ্পলের সাইজ জানো? ছেলে - আরে বন্ধু... তুমি ইতিমধ্যেই উপহার চাওয়া শুরু করেছ!
১ম বন্ধু: ডাক্তারের কাছে গিয়েছিলি? ২য় বন্ধু: গিয়েছিলাম। ১ম বন্ধু: তোর বুকে যা ছিল খুঁজে পেয়েছেন? ২য় বন্ধু: প্রায় সবটাই। ১ম বন্ধু: মানে? ২য় বন্ধু: মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।