9 AUGUST, 2024
BY- Aajtak Bangla
গৃহশিক্ষকঃ আমার সঙ্গে সঙ্গে বল, লেখাপড়া করে যে গাড়ি-ঘোড়া চড়ে সে। ছাত্রঃ স্যার, এই কথাটা ঠিক না। শিক্ষকঃ কেনো? ছাত্রঃ কারন, আপনি তো অনেক লেখাপড়া করেছেন! তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন?
ছেলের বিয়ের কথাবার্তা চলছে। হঠাৎ ছেলে বাবার কাছে আবদার করলো— ছেলে: বাবা, একটা কথা। বাবা: কী কথা? ছেলে: আমি শালি ছাড়া বিয়ে করবো না। বাবা: কেন? ছেলে: কারণ আমার বন্ধুদেরও হক আছে।
স্ত্রী: ওগো জানো, আজ একটি বিশেষ দিন? স্বামী: কীসের বিশেষ দিন? স্ত্রী: আজ আমাদের ১০ম বিবাহবার্ষিকী। তাই তুমি আজ ১০টা মুরগি এনো, জমিয়ে পার্টি দেব। স্বামী: দুঃখিত, ১০ বছর আগে করা আমার একটা ভুলের জন্য এত টাকা খরচ করতে পারব না?
শিক্ষক : বলো তো, বিদ্যুৎ চলে গেলে আমরা কী দেখতে পাই? ছাত্র : আমাদের ভবিষ্যৎ স্যার! শিক্ষক : মানে! বিদ্যুৎ গেলে আমাদের ভবিষ্যৎ কীভাবে দেখা যায়? ছাত্র : কেন স্যার, আপনিই তো বলেছেন, আমাদের ভবিষ্যৎ নাকি অন্ধকার!
স্বামী-স্ত্রী মন্দিরে গেল স্বামী (স্ত্রীকে) - কী চেয়েছ? স্ত্রী (স্বামীকে) - তুমি আর আমি সাত জন্ম একসঙ্গে থাকব স্ত্রী- আর তুমি কী চেয়েছ? স্বামী - এটা আমাদের সপ্তম জন্ম হোক। বউ তো অবাক!
টিটু- এনগেজমেন্ট আর বিয়ের মাঝে কিছু সময় কেন রাখা হয় জানিস? মন্টি- কেন? টিটু- যাতে কেউ বলতে না পারে দুর্ঘটনা এড়াতে আমাকে সুযোগ দেওয়া হয়নি।
মহিলা- আমার ওজন কমবে কীভাবে? স্বামী- প্রতিদিন ঘাড় ডানে-বামে নাড়াতে থাক। মহিলা - কখন? স্বামী- কেউ খাবার দিলে!
বাচ্চা- মা আমাকে কি ভগবানের মতো দেখতে? মা- তুমি এমন করে জিজ্ঞেস করছ কেন? বাচ্চা- কারণ আমি যেখানেই যাই, সবাই বলে, হে ভগবান, আবার এসেছে।
আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাই তো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে অন্যের কাজ দেখি।