10 AUGUST, 2024
BY- Aajtak Bangla
দীর্ঘ ২৪ বছর ধরে সংসার করার পরে স্বামী-স্ত্রীর কথোপকথোন— স্ত্রী: সুইটহার্ট! আমাদের ২৫তম বিবাহবার্ষিকীতে তুমি আমার জন্য কী করবে? স্বামী: তোমাকে আমি নিঝুম দ্বীপে নিয়ে যাব! সেখানে চারিদিকে শুধু নীল সমুদ্র। আশেপাশে লোকজন তেমন চোখে পড়ে না। স্ত্রী: আহ! কী মজার হবে! আর ৫০তম বার্ষিকীতে? স্বামী: তোমাকে সেখান থেকে ফিরিয়ে আনবো!
শিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আবিরের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না? এপাশ থেকে: হু! শিক্ষক: আপনি কে বলছেন? এপাশ থেকে: আমার বাবা বলছি।
শিক্ষক: খোকা, তুমি হোমওয়ার্ক করোনি কেন? খোকা: স্যার, আমি তো হোস্টেলে থাকি। শিক্ষক: তাতে কী হয়েছে? খোকা: হোস্টেলওয়ার্ক তো করতে বলেননি।
তথ্যপ্রযুক্তি বিষয়ক চাকরির ইন্টারভিউ চলছে। প্রশ্নকর্তা জিজ্ঞাসা করলেন প্রার্থীকে- প্রশ্নকর্তা: গুগল কি পুরুষ না নারী? প্রার্থী: নারী। প্রশ্নকর্তা: কারণ? প্রার্থী: সে কাউকে কোনো বাক্য শেষ করতে দেয় না। তার আগেই সাজেশন দিয়ে বসে গোটা দশেক...
মেয়ে তৈরি হয়েছে বাইরে যাবে মায়ের কাছে এসে বলল, মেয়ে - মা আমাকে দশটা টাকা দাও তো।। মা - কি... মিন মিন করে কথা বলিস মোটে শোনা যায় না, জোরে বল? মেয়ে - মা পঞ্চাশটা টাকা দাও...এখুনি। মা- আগেরটাই তো ভালো ছিলরে।
মেয়ে - মা ভাগ্যিস এডিসন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিল। তা না হলে... মা – তা না হলে, কী হতো? মেয়ে- মোম জ্বালিয়ে টিভি দেখতে হতো না?
মা-কী রে টুম্পা গানের স্যারের সঙ্গে কথা বলেছিস? টুম্পা- বলেছি মা, তিনি বলেছেন প্রথম মাসে তিনশো দ্বিতীয় মাসে দুশো তারপর তৃতীয় মাস থেকে একশো টাকা করে নেবেন। মা- ঠিক আছে তুই তৃতীয় মাস থেকেই শুরু কর।
মা - আঙ্গুল চুষো না মা। মেয়ে – আঙ্গুল চুষলে কি হয় মা? মা -পেট ফুলে ইয়া ঢোল হয়ে যায়। (প্রতিবেশী গর্ভবতি মিসেস তুলির প্রবেশ) মেয়ে -এই যে আন্টি, আমি কিন্তু জানি আপনার পেট কেন ফুলেছে.....।
টপলু : বাবলু, তোর গরম লাগলে তুই কী করিস? বাবলু : কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি। টপলু : তাতেও যদি তোর গরম না কমে? বাবলু : তখন এসি অন করি।