27January 2024
BY- Aajtak Bangla
ছেলে বাবার কাঁধে বসে চুল টানছে। বাবা: খোকা, চুল টানা বন্ধ করো। খোকা: চুল টানছি না তো বাবা, আমার চুইংগামটা ফেরত নেয়ার চেষ্টা করছি!
ছেলে: মা, বাবার চোখে চশমা কেন? মা: তুমি বাবার কথা শোনো না যে তাই! যাদের ছেলে কথা শোনে না তাদের এমন হয়। ছেলে: ওহ! এবার বুঝলাম, কেন দাদুর চোখে এত পাওয়ারের চশমা!
শিক্ষক: তোর বাবার বয়স কত, ছোটন? ছোটন: আমার যা বয়স, তা-ই। শিক্ষক: বান্দরামো হচ্ছে? তোর বাবার বয়স তোর সমান! ছোটন: হ্যাঁ স্যার। কারণ যেদিন আমার জন্ম হলো, সেদিনই তো তিনি বাবা হলেন!
পার্টিতে একটি লোক বসে আছে। একটু পর এক সুন্দরী তরুণী এসে তাকে বলল, ‘আপনি কি নাচতে ইচ্ছুক?’ লোকটি উৎফুল্ল হয়ে বলল, ‘অবশ্যই!’ মেয়েটি এবার বলল, ‘তাহলে চেয়ারটা ছাড়ুন। আমি একটু বসব!’
টপলু : বাবলু, তোর গরম লাগলে তুই কী করিস? বাবলু : কী আবার করব! এসির পাশে গিয়ে বসে পড়ি। টপলু : তাতেও যদি তোর গরম না কমে? বাবলু : তখন এসি অন করি।
শিক্ষক : লিটু, তুমি বড্ড বেশি কথা বলো লিটু : কিচ্ছু করার নেই! এইটা আমাদের পরিবারের ঐতিহ্য। শিক্ষক : মানে? লিটু : মানে খুবই সোজা; আমার দাদা ছিলেন ফেরিওয়ালা, বাবা শিক্ষক আর বড় ভাই রাজনীতি করে।
রোগী: ডাক্তার সাহেব, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক ঘণ্টা আমার মাথাব্যথা করে। সমাধান কী, বলুন তো? ডাক্তার: এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন! সমাধান কী, বলুন তো? ডাক্তার: এক ঘণ্টা বেশি ঘুমানোর চেষ্টা করুন!
স্বমীর কলিগ: বৌদি, আপনার স্বামী অফিসের নাটকে সত্যি দারুণ অভিনয় করেছে! বৌদি: চরিত্রটা কী ছিল? কলিগ: দুশ্চরিত্র লম্পট। বৌদি: তাহলে সে কোনো অভিনয়ই করেনি।
মেয়ে: তুমি যদি আবার আমাকে ওভাবে চুমু খাও, আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব। ছেলে: সাবধান করে দেবার জন্য, ধন্যবাদ।