3 February 2024
BY- Aajtak Bangla
গভীর রাতে বার থেকে বের হলো মাতাল কাক। ডানা দুটো উঁচু করে ধরে ওড়ার চেষ্টা করল কয়েকবার। বার বারই ব্যর্থ হলো। অবশেষে ব্যর্থ হয়ে আপন মনেই বলে উঠল, ‘ধুর শালা! আজ হেঁটেই বাসায় যাব।’
প্রেমিকা: তুমি কি আমায় ভালোবাস? প্রেমিক: বিশ্বাস না হলে পরীক্ষা করো? প্রেমিকা: ধরো তোমার শার্টের পকেটে মাত্র বিশ টাকা আছে, তা থেকে আমি ১৫ টাকা চাইলাম, তুমি দিতে পারবে? জরুরি টাকাটায় প্রেমিকার চোখ পরেছে দেখে, বিব্রত প্রেমিক নিজেকে সামলে নিয়ে বললো, কেন পারবো না, একশো বার পারবো। তবে পরীক্ষার তারিখটা একটু পিছানো যায় না?
চিন্টু- একটা কালো আর একটা সাদা জুতো পরে স্কুলে আসে। শিক্ষকঃ বাড়িতে গিয়ে জুতো বদলাও। চিন্টু- লাভ নেই, সেখানে শুধু একটি কালো এবং একটি সাদা জুতো রাখা আছে।
শিক্ষিকা: আচ্ছা বলতো অজয় “আমি একটি সুন্দরী মেয়ে” কোন টেন্স্? অজয় শিক্ষিকার আপাদমস্তক একবার দেখে নিল, তারপর জবাব দিল,– পাস্ট টেন্স।
রাজেশ: বুঝলি মুকেশ, অ্যারেঞ্জড ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম। মুকেশ: তাই তো দেখছি। রাজেশ: কিন্তু কেন, তা বলতে পারবি? মুকেশ: যারা সাহস করে নিজের ইচ্ছায় বিয়াটাও করতে পারে না, তারা আবার ডিভোর্স দেবে কোন সাহসে?
চোর: ইওর অনার, আমি চুরি করেছিলাম ঠিকই কিন্তু সেটা করেছিলাম মজা হিসেবে। বিচারক: কিন্তু তুমি তো চুরির জিনিস বিশ মাইল দূরে লুকিয়ে রেখেছিলে। চোর: সেটাও ছিল মজা। বিচারক: এ কারণে তোমার জেল হলো। এটাকেও মজা হিসেবে নাও।
নতুন বছরের প্রথম দিন অফিসের বস অমিতকে বললেন, ‘গত বছর আপনি দারুণ কাজ করেছেন। এই নিন ১০ হাজার টাকার চেক।’ অমিত কৃতজ্ঞতা জানাতেই বসের বক্তব্য, ‘এ বছরও এমন ভালো কাজ করতে পারলে পুরস্কার আছে।’ অমিত: কী স্যার? বস: আগামী বছর চেকে সই করে দেব! গিয়ে পার্সটা নিয়ে এসো!
লাল্টুকে একটি গাধা হঠাৎ করে লাথি দিয়ে ছুটে পালাল। লাল্টুও সঙ্গে সঙ্গে গাধাটাকে ধরতে পেছন-পেছন ছুটল! একটু দূরে গিয়েই একটা জেব্রাকে দেখতে পেয়ে সেটাকে ধরে ফেলল। এবার ওই জেব্রাকে বেদম মার দিতে দিতে বলল, ‘শালা! ট্র্যাকস্যুট পরে আমাকে ধোঁকা দিবি? আমাকে কি তোর মতো গাধা পাইছোস।’
সোমার বান্ধবী অনামিকা। সে একদিন কিসের জানি একটি ফরম পূরণ করছিল। ফরমে একটি বিষয় ছিল ‘বৈবাহিক অবস্থা’। অনামিকার তখন বাড়ি থেকে বিয়ে দেওয়ার কথাবার্তা হচ্ছিল। তাই সে বৈবাহিক অবস্থার স্থানে লিখল ‘কথাবার্তা চলছে’। তার লেখা পড়ে হাসতে হাসতে সবার চোখে জল চলে এলো।