BY- Aajtak Bangla

হাসতে হবে প্রাণভরে! তাইতো পড়তেই হবে এই JOKES!

10 February, 2024

রাকেশ : গত বছর তোমার গেটে লাগান নেম প্লেটে দেখলাম সোহম বিএ। এ বছর দেখছি এমএ। তুমি এক বছরে এমএ পাস করলে কীভাবে? সোহম: কেন? গত বছর বউ মারা যাওয়ায় আমি হয়ে গিয়েছিলাম ব্যাচেলর। তাই লিখেছিলাম বিএ (ব্যাচেলর অ্যাগেইন)। এ বছর বিয়ে করলাম। তাই হয়েছি এমএ (ম্যারেড অ্যাগেইন)।

বাবা ও ছেলে এক চায়ের দোকানের সামনে বসে আছে। ছেলে : বাবা, ওরা কী খায়? বাবা : চা। ছেলে : না, চাবো না। চাইতে লজ্জা করে!

 ডাক্তার: বাহ! আপনি কোনো চিন্তা করবেন না। আপনার পালস তো একদম ঘড়ির কাঁটার মতো চমৎকার চলছে। রোগী: তার কারণ আপনি সেই তখন থেকে আমার হাতঘড়িটাই চেপে ধরে বসে আছেন।

chanakya

পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না। তাই কায়দা করে শ্বশুরকে বলল, ‘বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।’ শ্বশুর অতিব চালাক। তিনি বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

ছেলে : মা, আমাদের টয়লেটটা অনেক ভালো। দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়। মা : ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!

খাবার টেবিলে বসে স্বামী স্ত্রীকে বলছে- স্বামী : দিনে দিনে তো মনে হয় তোমার বয়স কমে যাচ্ছে। স্ত্রী : (খুশি হুয়ে) কী করে বুঝলে? স্বামী : শুনেছি বয়স বাড়লে নাকি অভিজ্ঞতাও বাড়ে। কিন্তু তোমার রান্না খেয়ে তো মনে হয় না তোমার অভিজ্ঞতা বাড়ছে।

 মহিলা ক্যাশিয়ার - আমার কয়েক দিনের ছুটি দরকার, কারণ আমি অনুভব করছি যে আমার সৌন্দর্য কিছুটা হ্রাস পেয়েছে। ব্যাঙ্ক ম্যানেজার- মানে কী? মহিলা ক্যাশিয়ার- পুরুষেরা টাকা গুনতে শুরু করেছে।

বাচ্চা- মা আমাকে কি ভগবানের মতো দেখতে? মা- না, কিন্তু এভাবে জিজ্ঞেস করছো কেন? বাচ্চা- কারণ যেখানেই যাই, সবাই বলে, হায় ভগবান, সে আবার এসেছে।

 টিটি প্ল্যাটফর্মে পাপ্পুকে ধরল, টিটি–টিকিট দেখাও, পাপ্পু–আরে আমি তো ট্রেনে আসিনি, টিটি–প্রমাণ কী? পাপ্পু-  প্রমাণ হলো, আমার টিকিট নেই!