BY- Aajtak Bangla

ব্যাজার মুখ চলবে না, ঝটপট পড়ুন  দম ফাটানো হাসির JOKES

13 JANUARY, 2023

স্বামী-স্ত্রীর মনোমালিন্য চলছে বেশ কিছুদিন ধরে। কিছুতেই সমঝোতা হচ্ছে না— স্ত্রী: আমি বাপের বাড়ি চললাম, তুমি থাক তোমার সংসার নিয়ে। স্বামী: আমিও বের হচ্ছি! স্ত্রী: তুমিও কি বাপের বাড়ি যাচ্ছো! স্বামী: না, আমি গরিব-দুঃখীদের দান-খয়রাত করতে যাচ্ছি! স্ত্রী: কেন? স্বামী: মানত করেছিলাম। ফলাফল পেতে শুরু করেছি। কথা তো রাখতেই হয়।

শিক্ষক: পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো? ছাত্র: ভাল্লুক, স্যার। শিক্ষক: কেন? ছাত্র: আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু’ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।

আমাদের পাশের বাড়ির কাকিমা মাংস রান্না করেছে, সেই মাংসের গন্ধ পুরো এলাকা ছড়িয়ে গেছে। গন্ধ পেয়ে আমি এই নিয়ে ছয়বার গেলাম কাকিমার বাড়ি, আরও কয়েকবার যাব, যদি মাংস খেতে দেয় দেবে, নাহলে আমার আবার অত মাংস খাবার লোভ নেই।

একটি বাচ্চা তার মাকে- “মা গান্ধীজীর মাথায় চুল কেন ছিল না?” মা-“কারণ তিনি সত্যবাদী ছিলেন, তিনি সবসময় সত্য কথা বলতেন।“ এটি শোনার পড় বাচ্চাটির উত্তর- “ও আচ্ছা, ওই জন্যই তাহলে মেয়েদের মাথায় চুল বড় বড় আর খুব ঘন, কারণ তারা মিথ্যে বেশি বলে।" সঙ্গে সঙ্গে দুটি থাপ্পড়, আর শাসানি- “আজ তোকে কোনো খাবার দেওয়া হবে না।"

 স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করল, বিয়ের আগে তুমি কি কারও সঙ্গে প্রেম করেছ? স্ত্রী বলল, হ্যাঁ। স্বামী রেগে বলল, তাহলে ওই লোকটির নাম বলো। এক্ষুণি গিয়ে দাঁত ভেঙে দিয়ে আসি। স্ত্রী বলল, তুমি একা কি তাদের সবার সঙ্গে পারবে?

শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? পল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে। শিক্ষক: কেন? ছাত্র: মা বলেছে, আমি যেদিন পাস করব, সে দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।

এক ভদ্রলোক তার স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন, যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে। তার স্ত্রী তার গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন, তুমি কী ভাব, আমি তোমাকে ভালোবাসি না?

এক প্রবীণ আর এক যুবক বসে গল্প করছেন- প্রবীণ: আগে জানতাম, প্রেমে পড়লে মানুষ দিওয়ানা হয়ে যায়। এখন দেখি সবাই তোতলা হয়ে যায়। যুবক: কীভাবে বুঝলেন দাদু। প্রবীণ: সবাই দেখি ফোনে বলে, ‘অলে বাবালে, আমাল বাবুতা কী কলে, আমাল ছোনা পাখিতা লাগ কলেছে।’

এক ভাড়াটিয়া নতুন বাড়ি খুঁজেতে গিয়ে বাড়ির মালিককে বললেন- ভাড়াটিয়া: এই বাড়ির জলের ব্যবস্থা কেমন? মালিক: কল দিয়ে জল না পড়লেও বর্ষাকালে ছাদ দিয়ে জল  পড়ে।