BY- Aajtak Bangla
9 MARCH, 2024
স্ত্রী: কাল তুমি পাশের বাড়ির বৌদির সঙ্গে সিনেমায় গেছিলে? স্বামী: কি করব বলো, আজকালকার যা সব সিনেমা! পরিবারের সঙ্গে একসঙ্গে বসে দেখা যায় না। তাই অন্য পরিবারের একজনকে সঙ্গে নিয়ে গেছিলাম।
এক পর্যটক ঘুরতে গেলেন নদীর তীরে। সেখানে গিয়ে স্থানীয় একজনকে বললেন- পর্যটক: নদীতে নামতে পারি? কুমিরের ভয় নেই তো? স্থানীয়: নিশ্চিন্তে নামুন। এখন আর একটি কুমিরও নেই। পর্যটক: কুমিরগুলো কোথায় গেল? স্থানীয়: গত দু’বছরে সব কয়টি কুমির হাঙরে খেয়ে ফেলেছে।
লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইলো স্ত্রী… স্বামী: তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফকির হয়ে যাব। স্ত্রী: আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়।
স্ত্রী: ছি, ছি, তোমার মতো বাজে ছেলে আর দেখিনি! আমার অবর্তমানে নিত্যনতুন মেয়ে নিয়ে আমারই বিছানায় ঘুমিয়েছ। স্বামী: ভুল বললে, আমরা ঘুমাইনি। জেগেই ছিলাম।
নতুন চাকরিতে ঢুকেছে বিপ্লব… ম্যানেজার: তুমি এখন, মাসে পাঁচশ টাকা বেতন পাবে। দুই মাস পর সেটা হবে এক হাজার টকা। বিপ্লব: আমি তাহলে স্যার, দুই মাস পরেই কাজে আসব।
মেয়ে: তুমি যদি আবার আমাকে ওভাবে চুমু খাও, আমি চিরজীবনের জন্য তোমার হয়ে যাব। ছেলে: সাবধান করে দেবার জন্য, ধন্যবাদ।
স্বমীর কলিগ: বৌদি, আপনার স্বামী অফিসের নাটকে সত্যি দারুণ অভিনয় করেছে! বৌদি: চরিত্রটা কী ছিল? কলিগ: দুশ্চরিত্র লম্পট। বৌদি: তাহলে সে কোনো অভিনয়ই করেনি।
স্ত্রী: তোমার মনে আছে, বিয়ের দিন আর বৌভাতের দিন আমি কী কী রঙের শাড়ি পরেছিলাম? স্বামী: রেললাইনে মাথা পাততে গেলে সে কি দেখে যে রাজধানী আসছে নাকি মাল গাড়ি?
বাবা ও ছেলে এক চায়ের দোকানের সামনে বসে আছে। ছেলে : বাবা, ওরা কী খায়? বাবা : চা। ছেলে : না, চাবো না। চাইতে লজ্জা করে!