BY- Aajtak Bangla
16 NOVEMBER 2023
স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর গ্রামের মোড়লের কাছে গেলেন স্বামী– মোড়ল: এ বিষয়ে পরামর্শের জন্য আমার কাছে কেন? স্বামী: তাহলে কার কাছে যাব? মোড়ল: একজন উকিলের কাছে যাওয়া উচিত। স্বামী: না, সবাই বলল এই পরামর্শ যেকোনো মূর্খও দিতে পারবে।
বাড়িতে অতিথি এসেছেন। মা বল্টুকে ডেকে বললেন, ‘বাবা বল্টু, জলদি অতিথিদের জন্য বাইরে থেকে একটা কিছু নিয়ে আয় তো।’ দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল বল্টু। কিছুক্ষণ পর ফিরল খালি হাতে— মা: কী হলো? কী আনলি ওনাদের জন্য? বল্টু: ট্যাক্সি! ওনারা যেন চটজলদি বাড়ি ফিরতে পারেন!
বল্টু এবং মন্টু পরীক্ষার হলে লেখা বাদ দিয়ে গল্প করছে। স্যারঃ কী ব্যাপার তোমরা লেখা বন্ধ করে গল্প করছো কেনো? বল্টুঃ স্যার প্রশ্নে লেখা আছে পলাশীর যুদ্ধ সর্ম্পকে আলোচনা কর। তাই আলোচনা করছি !
একদিন এক পাগল ডাক্তারকে জিজ্ঞেস করল! পাগল: ডাক্তারবাবু আপনি কতদূর পড়েছেন? ডাক্তার : B A পর্যন্ত ! পাগল: এতদিনে ২ টো অক্ষর শিখেছেন, তাও আবার উল্টো!
শিক্ষক: পৃথিবীর মধ্যে কোন জিনিস সবচেয়ে তাড়াতাড়ি বাড়ে বল তো? ছাত্র: ভাল্লুক, স্যার। শিক্ষক: কেন? ছাত্র: আমার বাবা একটা ভাল্লুক শিকার করেছিলেন। তিনি যখনই কারও কাছে শিকারের গল্প করেছেন প্রতিবারেই সেই ভল্লুকের আয়তন দু’ইঞ্চি করে বেড়ে যাচ্ছে।
আমাদের পাশের বাড়ির কাকিমা মাংস রান্না করেছে, সেই মাংসের গন্ধ পুরো এলাকা ছড়িয়ে গেছে। গন্ধ পেয়ে আমি এই নিয়ে ছয়বার গেলাম কাকিমার বাড়ি, আরও কয়েকবার যাব, যদি মাংস খেতে দেয় দেবে, নাহলে আমার আবার অত মাংস খাবার লোভ নেই।
এক ভদ্রলোক তার স্ত্রীকে জোরে একটা চড় মেরে বললেন, যাকে মানুষ ভালোবাসে তাকেই মারে। তার স্ত্রী তার গালে দ্বিগুণ জোরে এক চড় মেরে বললেন, তুমি কী ভাব, আমি তোমাকে ভালোবাসি না?
এক নারী আর এক নারীকে বললেন, ‘আমি আর আমার স্বামী দু’জনেই চাকরি করি। কিন্তু দামি শাড়ি কিনতে পারি না। আপনাকে রোজই দেখি নতুন নতুন দামি শাড়ি পরতে। বোধহয় আপনাদের বড় কোনো ব্যবসা আছে। তাই না? দ্বিতীয় নারী: হ্যাঁ, আমার স্বামীর বিরাট লন্ড্রি আছে।
শিক্ষক: বলো তো পল্টু, সূর্য পশ্চিম দিকে ওঠে না কেন? পল্টু: আমি পরীক্ষায় পাস করি না বলে। শিক্ষক: কেন? ছাত্র: মা বলেছে, আমি যেদিন পাস করব, সে দিন নাকি সূর্য পশ্চিম দিকে উঠবে।