14 February 2024
BY- Aajtak Bangla
বিশ্বের সবকিছুই একটি চাকার মতো। ঘুরেফিরে কিছু জিনিস যেন যুগে যুগে ফিরে আসে।
এক সময়ে বাষ্পচালিত যানই অতি সাধারণ বিষয় ছিল। এতদিন পর সেটাই কিছুক্ষেত্রে ঘুরে ফিরে আসছে।
দূষণ কমাতে বর্তমানে পেট্রোল গাড়ির চল কমানোর চেষ্টা করা হচ্ছে। বাড়ছে ইলেকট্রিক যান। এমন সময়েই তাক লাগাল জলের শক্তিতে চালিত মোটরসাইকেল।
আজ এমনই একটি বাষ্পচালিত মোটরসাইকেলের বিষয়ে জানতে পারবেন। শুধুমাত্র জল ভরলেই চলবে এই মোটরসাইকেল।
Credit: Supercarblondie
ইন্টারনেটে খুঁজলে যদিও এমন বেশ কিছু গাড়ি-বাইক পাবেন, এটিও তাদের মধ্যে অন্যতম। এর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Credit: Supercarblondie
ভিডিওতে বলা হচ্ছে, ফুয়েল ট্যাঙ্কের বদলে এই স্টিম চালিত বাইকের মাঝে একটি বয়লার ট্যাঙ্ক বসানো আছে। তাতে জল ভরতে হয়।
Credit: Supercarblondie
এই বয়লারে ২৭ লিটার জল ভরা যাবে। এর থেকে বাষ্প উৎপন্ন হয় এবং বাইক চলে।
Credit: Supercarblondie
এই বাইকের শব্দ যেন একেবারেই স্টিম ইঞ্জিনের মতোই।
Credit: Supercarblondie
বাষ্পচালিত এই মোটরসাইকেল রিফিল ছাড়াই একটানা প্রায় ১৫ কিলোমিটার যেতে পারে। সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার/ঘণ্টা।
Credit: Supercarblondie