11 November 2023

BY- Aajtak Bangla

শিরশিরে ঠান্ডার মধ্যেই ঝিরঝিরে বৃষ্টি? রইল পূর্বাভাস

কালীপুজো, ভাইফোঁটার পরেই তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আর তার জেরে রাজ্যে একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা। 

আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এখনই তাই নিয়ে ভয়ের কিছু নেই। 

কালীপুজো থেকে ভাইফোঁটা মোটমুটি আবহাওয়া কেমন থাকতে পারে? এক নজরে জেনে নেওয়া যাক আবহাওয়া দফতরের আপডেট।  তাপমাত্রা হ্রাস পাচ্ছে।

শনিবার পশ্চিমবঙ্গে কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে। 

অন্যদিকে দক্ষিণবঙ্গে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে বৃষ্টির জেরে কালীপুজোর আনন্দ মাটি হওয়ার সম্ভাবনা নেই।

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস। 

সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

কালীপুজোয় রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া শুকনো থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।