22 AUG, 2023

BY- Aajtak Bangla

চাঁদে নেমে চন্দ্রযান-৩ কী কী কাজ করবে? জানুন

২৩ অগাস্ট বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে নামবে ভারতের চন্দ্রযান ৩। যা বিজ্ঞানের জন্য খুলে দেবে এক নতুন দ্বার।

চাঁদের মাটিতে পৌঁছে কী কী করবে চন্দ্রযান ৩? জানুন

জেনে নিন অবতরণ করার পর চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ ঠিক কী কী করবে। 

জীবন-সহায়ক বায়ুমণ্ডল এর মধ্য দিয়ে যাওয়া তারার আলোতে যে পরিবর্তনগুলি হয়, তা পরীক্ষা করবে চন্দ্রযান ৩। চাঁদের মাটিতে হওয়া ভূমিকম্প শনাক্ত এবং অধ্যয়ন করবে। এটি ভবিষ্যতের জন্য সম্ভাবনা খুলে দিতে পারে।

RAMBHA এবং Langmuir probe (LP) নামে দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র চাঁদে যাচ্ছে। এই যন্ত্র দুটি চাঁদে পৃষ্ঠের প্লাজমার পরীক্ষা চালাবে। ভবিষ্যতের মিশনের নিরাপত্তা এবং সাফল্যের জন্য চাঁদের প্লাজমা গঠন ও বৈচিত্র্য বোঝা জরুরি।

চাঁদের থার্মো-ফিজিক্যাল আচরণ খতিয়ে দেখবে চন্দ্রযান ৩। তাপমাত্রার তারতম্যের প্রতিক্রিয়া সম্পর্কে জানবে।

এই জ্ঞান পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস আরও গভীরে জানতে সাহায্য কববে। আমাদের নিজেদের গ্রহের অতীত সম্পর্কে বোঝা যাবে।

লেজার রেট্রোরেফ্লেক্টর অ্যারে চাঁদ এবং পৃথিবীর মধ্যে রিয়েল-টাইম দূরত্ব পরিমাপের জন্য বানানো হয়েছে। রিয়েল-টাইম দূরত্ব জানতে পারলে আমরা চাঁদের কক্ষপথের আচরণ এবং পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে গভীরভাবে জানতে পারব।

এই জ্ঞান জোয়ার-ভাটা সম্পর্কে সঠিকভাবে ভবিষ্যদ্বাণী করার সুবিধা দেবে। এছাড়াও সমুদ্রের স্রোত এবং উপকূলীয় পরিবেশ বোঝার জন্য এটা অপরিহার্য।

আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার এবং লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ হল দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র, যা চাঁদের মাটির সম্পদ পরীক্ষা করবে। মাটির গঠন জানলে আমরা চাঁদের বিবর্তনীয় ইতিহাস ও প্রক্রিয়াগুলি সম্পর্কে জানব।