21 OCTOBER, 2024

BY- Aajtak Bangla

কালীপুজোর মুখে ঘূর্ণিঝড় 'দানা'! নামটি দিল কারা-মানে কী?

কালীপুজোর আগেই ফের ঘূর্ণিঝড়ের তাণ্ডবের প্রমাদ গুনছে পশ্চিমবঙ্গ। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। ২২ অক্টোবর থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে।

IMD সূত্রে জানানো হয়েছে, ২ অক্টোবর অর্থাত্‍ মঙ্গলবার ওই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। ২৩ অক্টোবর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

সমুদ্র উত্তাল হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে যাবে ২২ অক্টোবর থেকেই। যার নির্যাস, ঠিক কালীপুজোর মুখে তাণ্ডব চালাবে সাইক্লোন বা ঘূর্ণিঝড় দানা।

 ২৪ অক্টোবর রাত থেকে গতি বাড়বে ঘূর্ণিঝড়ের। ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ১২০ কিমি প্রতিঘণ্টায় শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে।

এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হবে দানা। প্রশ্ন হল, এই দানা শব্দটির মানে কী? কীভাবে দেওয়া হল এই নাম?

‘দানা’ নামটি ওমানের দেওয়া। আরবি ভাষায় এই শব্দের অর্থ ‘সুন্দর এবং মূল্যবান মুক্তো’।

আরব সাগর এবং বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য

একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দফতর (ওয়ার্ল্ড মেটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্ট)।

২০২০ সালে মৌসম ভবনের তরফে ১৬৯টি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয়।

বর্তমানে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তা হলে তালিকা অনুযায়ী সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘দানা’।