15 October, 2024

BY- Aajtak Bangla

TEA, EAT ও BYE-এর ফুল ফর্ম কী? অনেক ইলিশ মিডিয়ামের পড়ুয়াও জানেন না

অনেক সময় আমরা রোজকার জীবনে এমন কিছু ইংরেজি শব্দ ব্যবহার করি, যেগুলির ফুল ফর্ম আমরা জানি না।

যেমন ধরুন NEWS অর্থাত্‍ খবর। এর ফুল ফর্ম হল North East West South অর্থাত্‍ উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ।

News Paper-এর ফুল ফর্ম হল North East West South Past and Present Event Report।

AIM মানে ল্ক্ষ্য। এর ফুল ফর্ম হল Ambition In Mind অর্থাত্‍ মনে উচ্চাকাঙ্ক্ষা।

EAT মানে খাওয়া। EAT -এর ফুল ফর্ম হল Energy and Taste।

TEA মানে চা। আমরা সকলেই জানি। TEA-এর ফুলফর্ম হল Taste and Energy Admitted। ষোড়ষ শতকে নামটি দেওয়া হয়েছিল।

BYE মানে বিদায়। সবাই জানি।  BYE-এর ফুলফর্ম হল Be with You Everytime।

PIN নম্বর মনে থাকলে এখন মুশকিল। PIN-এর ফুলফর্ম হল পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর।