3 October, 2023

BY- Aajtak Bangla

বৃষ্টি কবে থামবে? স্পেশাল বুলেটিনে জানাল আবহাওয়া দফতর

আগে দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিসগড়ের উপর এক একটি নিম্নচাপ অবস্থান করছিল।

সেটি এখন দক্ষিণ ঝাড়খন্ড এবং তার আশেপাশের এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত এক ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে যাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত বাড়বে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর ২০২৩ পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে৷ তবে, ৬ অক্টোবর ২০২৩ থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে৷  

নিম্নচাপের স্থান পরিবর্তন হয়েছে। এই নিম্নচাপের দিকেই কড়া নজর রাখছিলেন আবহাওয়াবিদরা। 

দক্ষিণ-পশ্চিম ঝাড়খণ্ড থেকে নিম্নচাপ সরে দক্ষিণ ঝাড়খণ্ডে চলে গিয়েছে। এর ফলে এই অঞ্চলের আবহাওয়া প্রভাবিত হচ্ছে।

পশ্চিমবঙ্গে প্রভাব: পশ্চিম ভাগের জেলাগুলিতে আগামী কয়েকদিন বেশি বৃষ্টিপাত হতে পারে।  ফলে নিচু এলাকায় জল জমা, এমনকি বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বৃষ্টিতে জলস্তর বৃদ্ধির কারণে ডিভিসি থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে। এর ফলে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া-সহ মোট সাত জেলাতে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

আপাতত বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে আরও বেশি জল ছাড়তে বাধ্য হতে পারে ডিভিসি।