25 JULY, 2023
BY- Aajtak Bangla
ওপেনহাইমার আসলে কে? গায়ে কাঁটা দেবে
ওপেনহাইমার ছবিটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
পুরো নাম - জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। ২২ জুলাই ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্ম।
সম্প্রতি ওপেনহাইমারের জীবনী নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, কে এই ওপেনহাইমার?
পেশাগত ভাবে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন।
পরমাণু বোমার জনক।
বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।
শোনা যায়, প্রধানমন্ত্রী নেহরু নাকি ওপেনহাইমারকে ভারতীয় নাগরিকত্বের অফার দিয়েছিলেন।
ওপেনহাইমার ভাগবত্ গীতা পড়তে ভীষণ ভালোবাসতেন।
তিনি বিশেষ ভাবে সংস্কৃতের অধ্যয়ন করেন যাতে স্বচ্ছন্দ্যে গীতা পাঠ করতে পারেন।
Related Stories
অন্যের বউকে চুরি করে বিয়ে করাই এখানে নিয়ম, কোথায় হয় জানেন?
হাসতে চান প্রাণভরে? তাইতো পড়তেই হবে এই JOKES
বউয়ের সঙ্গে স্বামীর মিষ্টি ঝগড়া, ঝটপট পড়ে নিন এই হাসির JOKES
এবারও VIRAL মোদীর পাগড়ি! প্রজাতন্ত্র দিবসে চোখ ধাঁধানো পোশাক!