25 JULY, 2023
BY- Aajtak Bangla
ওপেনহাইমার আসলে কে? গায়ে কাঁটা দেবে
ওপেনহাইমার ছবিটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
পুরো নাম - জুলিয়াস রবার্ট ওপেনহাইমার। ২২ জুলাই ১৯০৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্ম।
সম্প্রতি ওপেনহাইমারের জীবনী নিয়ে একটি ছবি মুক্তি পেয়েছে।
চলুন জেনে নেওয়া যাক, কে এই ওপেনহাইমার?
পেশাগত ভাবে তিনি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন।
পরমাণু বোমার জনক।
বার্কলেতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি।
শোনা যায়, প্রধানমন্ত্রী নেহরু নাকি ওপেনহাইমারকে ভারতীয় নাগরিকত্বের অফার দিয়েছিলেন।
ওপেনহাইমার ভাগবত্ গীতা পড়তে ভীষণ ভালোবাসতেন।
তিনি বিশেষ ভাবে সংস্কৃতের অধ্যয়ন করেন যাতে স্বচ্ছন্দ্যে গীতা পাঠ করতে পারেন।
Related Stories
মন খুলে হাসুন দেখি, তারজন্য JOKES পড়ুন
এটাই বিশ্বের সবচেয়ে দামি গরু, বিলাসবহুল বাড়ি-গাড়ির থেকেও মহার্ঘ
মেয়েটিকে প্রপোজ করলে হ্যাঁ বলবেই, এই স্বপ্নগুলি দেখলেই বুঝবেন
কালীপুজোর মুখে ঘূর্ণিঝড় 'দানা'! নামটি দিল কারা-মানে কী?