7 June 23
BY- Aajtak Bangla
প্রেমিক-প্রেমিকাদের মধ্যে কয়েকটি আদরের নাম খুবই শোনা যায়। বাবু, সোনা, জানু, জান ইত্যাদি।
UPSC-র প্রিপারেশনের জন্য প্রতিষ্ঠান কম নেই ভারতে। বহু শিক্ষক প্রাইভেটে কোচিং করান।
UPSC-র প্রিপারেশনের প্রতিষ্ঠানগুলির মধ্যে বড় নাম ডক্টর বিকাশ দিব্যকীর্তি। তাঁর মোটিভেশন ভিডিও ইন্টারনেটে বেশ ভাইরাল হয়।
বিকাশ দিব্যকীর্তি তাঁর ক্লাসে জীবনের বিভিন্ন ঘটনার উদাহরণ তুলে ধরেন। সেগুলি ভীষণ ভাইরাল হয়।
সম্প্রতি একটি অনলাইন ক্লাসে বিকাশ বলেন, কেন প্রেমিক-প্রেমিকারা একে অপরকে বাবু, সোনা, জানু ইত্যাদি বলে ডাকেন।
বিকাশ একটি ভিডিওতে বলেন, 'ভাবাবেগের বশেই এই ধরনের নামে ডাকে মানুষ। আসলে আবেগে মগজ কাজ করে না। তখন তীব্র আবেগপ্রবণ হয়ে পড়েন মানুষ।'
ডক্টর বিকাশ দিব্যকীর্তির কথায়, 'প্রচণ্ড আবেগে মানুষের মুখ থেকে স্পষ্ট বা সোজা কথা বেরোয় না।'
কথা ঘুরিয়ে বলাও খানিকটা তাই। আবেগেরই বহিঃপ্রকাশ। এমনকী যিনি বলছেন, তিনি ও যিনি শুনছেন তিনি, দুতরফের আবেগ কিন্তু আলাদা হতে পারে।
আবেগের সর্বোচ্চ পর্যায়ে যখন থাকে মানুষ, তখন নিজের ভাবপ্রকাশে ভাব প্রেরিত বক্রতার সাহায্য নেয়।
যখন কোনও ব্যক্তির চিন্তাভাবনা আবেগের সর্বোচ্চ পর্যায়ের চলে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তি মনে করেন, যে কথাটি তিনি বলতে চাইছেন, তা সহজ ভাবে বললে হবে না। তাই ভাবুক শব্দচয়ন করতে শুরু করেন।
যেমন একজন মা, তাঁর সন্তানকে বিভিন্ন নামে ডাকেন। তেমনই প্রেমের সম্পর্কে কাপলরা একে অপরকে জানু, সোনা, বাবু বলে ডাকেন।
ডক্টর বিকাশের কথায়, 'ধরুন আপনার সামনে একটি মিষ্টি শিশু রয়েছে। আপনি ওই শিশুর সঙ্গে কথা বলার সময় তোতলান আদরের সুরে। যাতে শিশুটির সঙ্গে আপনার মনের মিল হয়।'
তেমনই প্রেমে পড়া ছেলে বা মেয়েটি একে অপরকে একটি নাম দিয়ে দেন। যেমন, বাবু, সোনা, চিকু, পুচু, জানু ইত্যাদি।