17 September, 2023
BY- Aajtak Bangla
সোমবার ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো। বাঙালির শারদীয়া উত্সবের আগমনী বার্তা আনে এই পুজো।
বিশ্বকর্মা পুজো মানেই আকাশজুড়ে ঘুড়ি। পেটকাটি চাঁদিয়াল, ময়ূরপঙ্খীদের মেলা।
নবীন শরতের নীল আকাশে ঘুড়ির বাহার। বিশ্বকর্মা পুজোর দিনেই কেন ঘুড়ি ওড়ানো হয়?
পুরাণ মতে, বিশ্বকর্মা হলেন দেবলোকের কারিগর। সহজ ভাষায় দেবতাদের ইঞ্জিনিয়ার।
সেই কারণে যে সব জায়গায় যন্ত্র-কারিগরির কাজ হয় সেখানেই বিশ্বকর্মা পুজো করা হয়।
বলা হয় বিশ্বকর্মা দেবতাদের জন্য উড়ন্ত রথও তৈরি করেছিলেন। কথিত, সেই স্মরণেই পুজোর দিন ঘুড়ি ওড়ানোর প্রচলন শুরু হয়।
একসময়ে বর্ধমান রাজবাড়িতেও ঘুড়ি ওড়ানোর চল ছিল। বর্ধমানের রাজারা এসেছিলেন পঞ্জাব প্রদেশ থেকে।
পঞ্জাব প্রদেশে ঘুড়ি উৎসব জনপ্রিয় ছিল। সেখান থেকেই এই চল আসে বলে মনে করা হয়।
উল্লেখ্য, চাইনিজ সুতো, অতিরিক্ত শক্ত সুতো এড়িয়ে চলাই শ্রেয়। রাস্তাঘাটে এই সুতোর কারণে বাইক আরোহীদের দুর্ঘটনা ঘটতে পারে। তাই এই বিষয়টি মাথায় রেখে ঘুড়ি ওড়ান।