11 September 2024

BY- Aajtak Bangla

কুকুররা চটি চাটে বা চিবোয় কেন? পিছনে আসল কারণটি জানুন

কুকুর সম্পর্কে দু চার কথা। মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বলা হয় কুকুরকে। কুকুর কখনও ঠকায় না মানুষকে।

বলা হয়, যে সব প্রাণী পৃথিবীতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথম মানুষের বন্ধু হয় কুকর। তাই প্রিয় পোষ্যও।

কিন্তু কুকুরের কিছু স্বভাব মানুষের কাছে ভীষণ বিরক্তিকর হয়। তার মধ্যে অন্যতম হল, চটি বা জুতো চাটা, চিবনো।

প্রশ্ন হল, কেন কুকুররা চটি, জুতো চাটে বা চিবোয়। এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুকুরদের ক্ষেত্রে একটা বিষয় বড়ই কাজ করে৷ তা হল ‘সেপারেশন অ্যাংজাইটি’৷  

অর্থাত্‍ প্রভুকে হারানোর ভয়। তার থেকেই তাদের মধ্যে আসে নিরাপত্তাহীনতা।

শুধু মানসিক ইস্যুই নয়, অনেক সময় প্রচণ্ড খিদে পেলেও কুকুর চটি, জুতো চাটতে বা চিবোতে শুরু করে।

ক্রমাগত চিবিয়ে কুকুররা নিজেদের চোয়ালের শক্তিও পূর্ণ ক্ষমতায় রাখার চেষ্টা করে৷

তবে যদি আপনার পোষ্য কুকুরটি আপনার চটি বা জুতো চিবোয়, বুঝতে হবে, আপনাকে সে খুবই ভালোবাসে।