15 October, 2024

BY- Aajtak Bangla

বাড়ি সদর দরজায় অনেকে নীল জলের বোতল ঝোলায় কেন? এই টোটকায় কী হয়?

অনেকেই বাড়িতে দরজার সামনে নীল জল ভর্তি বোতল ঝুলিয়ে রাখেন।

অনেক পাড়ায় দেখা যায়, প্রায় প্রতিটি ঘরেই নীল জল ভর্তি বোতল বাড়ির সদর দরজার সামনে রাখা বা ঝোলানো।

কখনও ভেবেছেন, কেন তাঁরা নীল জল ভর্তি বোতল বাড়ির দরজার সামনে রাখেন। এর পিছনে আসল কারণটি কী?

বহু মানুষের বিশ্বাস, বাড়ির বাইরে নীল জল ভর্তি বোতল রাখলে বাড়ির আশপাশে কুকুরের উপদ্রব থাকে না।

কুকুর নীল রংকে ভয় পায়। তাই নীল রং তারা দূর থেকেই চিনে ফেলে। ফলে কুকুরের উপদ্রব থাকে না।

তাই রাস্তার কুকুরকে বাড়ির চত্বর থেকে দূরে রাখতে বহু মানুষ নীল জল ভর্তি বোতল টাঙিয়ে দেয়।

কিন্তু কুকুর কি সত্যিই নীল রং ভয় পায়? এই বোতল দেখে কুকুর সত্যিই বাড়ির আশপাশে আসে না?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুকুররা কালার ব্লাইন্ড বা বর্ণান্ধ। তারা খুব কম সংখ্যক রংই দেখতে পায় বা বুঝতে পারে।

নীল জল ভর্তি বোতল দেখে কুকুররা ভয় পেয়ে যায়, এই যুক্তি ঠিক নয়। তাই কুকুর তাড়ানোর জন্য এই উপায় ভিত্তিহীন।