10 JUNE 2025
BY- Aajtak Bangla
বেগম মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান। কিন্তু এই তাজমহলের আশপাশে এত তুলসী গাছ কেন?
হিন্দুধর্মে যে গাছকে দেবীজ্ঞানে পুজো করা হয়, সেই গাছ এত সংখ্যায় কেন রয়েছে তাজমহল চত্বরে?
তাজমহল আসলে শিবমন্দির! এই বিতর্কিত দাবি বহুবার উঠেছে।
পুরীর জগন্নাথ মন্দির বা বৃন্দাবনে তুলসীর ঘন বন রয়েছে। কিন্তু সেই গাছ তাজমহল চত্বরে কিছুটা অবাক করার মতো।
জানা গিয়েছে, ২০০৯ সালে বনবিভাগের তরফেই এই এলাকায় প্রচুর তুলসী গাছ লাগানো হয়।
অন্যান্য গাছের তুলনায় এর থেকে অক্সিজেন নির্গমনের পরিমাণ অনেক বেশি
সারাদিনে প্রায় ২০ ঘণ্টা অক্সিজেন ছাড়তে পারে তুলসী গাছ।
ফলে তাজমহল চত্বরে বাতাস পরিশোধিত রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল।