7 November 2023

BY- Aajtak Bangla

ঠান্ডা বাড়বে না কমবে? হাওয়া অফিসের আপডেট রইল

দুর্গাপুজোয় মোটামুটি আবহাওয়া ভালই ছিল। কালীপুজোতেও তেমনটাই থাকবে। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

অন্যবারের তুলনায় এবারের কালীপুজোয় বেশ ভালই শীতের আমেজ থাকবে বলে মনে করা হচ্ছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।  

এদিন নয়া আপডেটে আবহাওয়া দফতর জানিয়েছে, 'উত্তর ও উত্তর-পশ্চিমের হাওয়া বইছে।

আরও দু' ডিগ্রি তাপমাত্রা নামতে পারে রাজ্যে। বুধবার থেকে রবিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে বাংলায়।'

আগামী বুধবারের মধ্যে কলকাতায় আরও দু' ডিগ্রি তাপমাত্রা নামবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ২০ ডিগ্রি থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। 

কলকাতার তাপমাত্রায় আগামী ৫ দিন শীতের আমেজ থাকবে। সকালের দিকে শীতের আমেজ বেশি অনুভূত হবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে দিনেরবেলায় তাপমাত্রা আগের মতোই কিছুটা গরম থাকবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

রাতের তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।

বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি করে অনুভূত হবে।  

পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যেতে পারে।