scorecardresearch
 

Bikaner Express Accident : দুর্ঘটনাস্থলে আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী, আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

Aajtak Bangla | ময়নাগুড়ি | 13 Jan 2022, 10:03 PM IST

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু হতাহতের সম্ভাবনা। রেল ও জলপাইগুড়ি জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে। ময়নাগুড়ি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে।

ট্রেনের উপর ট্রেন ট্রেনের উপর ট্রেন

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ল আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। অন্তত ১২টি বগি লাইনচ্যুত হয়েছে বলে মনে করা হচ্ছে। বহু হতাহতের সম্ভাবনা। রেল ও জলপাইগুড়ি জেলা প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নেমেছে। ময়নাগুড়ি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি জেলা হাসপাতালকে তৈরি থাকতে বলা হয়েছে।

10:03 PM (2 বছর আগে)

দুর্ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

Posted by :- suvam

দুর্ঘটনাস্থলে আসবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্যুইট করে এমনটাই জানালেন তিনি। উদ্ধারকার্য আপাতত শেষ হয়েছে। তবে আহত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনার পরে ট্যুইট করে সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

 

9:53 PM (2 বছর আগে)

আহত ৩ রেলযাত্রীর অবস্থা আশঙ্কাজনক

Posted by :- suvam

ময়নাগুড়িতে রেল দুর্ঘটনায় গুরুতর আহত ৩ রেলযাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হল। আহতরা হলেন সুমন দে ,অটল দে এবং ধর্মেন্দ্র চৌধুরী। জানা গিয়েছে আরও একজনকে মেডিকেলে রেফার করেছে। আপাতত মালদা থেকে এনজেপি পর্যন্ত ট্রেন চলাচল করছে। 

8:52 PM (2 বছর আগে)

রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির আয়োজন

Posted by :- Sangram Singha Roy

আলিপুরদুয়ারে রক্তদান শিবির আয়োজন করে রক্তের সংকট মোকাবিলা করা হচ্ছে

8:22 PM (2 বছর আগে)

ঘটনার তদন্ত চাইলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী

Posted by :- Sangram Singha Roy

গোটা ঘটনার পিছনে গাফিলতি রয়েছে। কার গাফিলতি তা দ্রুত খতিয়ে দেখতে কেন্দ্রীয় রেলমন্ত্রককে চাপ অধীরের।

Advertisement
8:19 PM (2 বছর আগে)

অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা রেলমন্ত্রীর সঙ্গে দুর্ঘটনা নিয়ে কথা বলছেন

Posted by :- Sangram Singha Roy

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দুর্ঘটনা নিয়ে কথা বললেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সবরকম সহায়তার আশ্বাস।

8:17 PM (2 বছর আগে)

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তবে আগে উদ্ধার কাজ শেষ হলে পরে ট্রেন সরানো হবে বলে জানানো হয়েছে। 

 

সরানো
8:03 PM (2 বছর আগে)

মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা রেলের

Posted by :- Sangram Singha Roy

মৃতদের জন্য ৫ লক্ষ টাকা এককালীন ক্ষতিপূরণ ঘোষণা রেলের। পাশাপাশি গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং অল্প আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

8:01 PM (2 বছর আগে)

দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়লো ৫

Posted by :- Sangram Singha Roy

ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫, আতঙ্কের পরিবেশ চারিদিকে

7:42 PM (2 বছর আগে)

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ঘিরে রয়েছেন জনতা, চলছে উদ্ধারকাজ

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ঘিরে রয়েছেন জনতা, চলছে উদ্ধারকাজ

 

ট্রেন
Advertisement
7:36 PM (2 বছর আগে)

শুক্রবার দোমহনি আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Posted by :- Sangram Singha Roy

ট্রেন দুর্ঘটনার জায়গা ঘুরে দেখতে শুক্রবারই দোমহনি আসছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি নিজেই সাংবাদিক বৈঠক করে এ কথা জানিয়েছেন।

7:26 PM (2 বছর আগে)

মৃত বেড়ে ৪

Posted by :- Arindam

উত্তরবঙ্গের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৪। এখনও পর্যন্ত ৪০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ছবি নিজস্ব
7:14 PM (2 বছর আগে)

ময়নাগুড়ি রেল দুর্ঘটনা নিয়ে অশ্বিনী বৈষ্ণবের টুইট

Posted by :- Sangram Singha Roy

 

7:06 PM (2 বছর আগে)

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

Posted by :- Sangram Singha Roy

বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

7:05 PM (2 বছর আগে)

ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- Arindam

উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
7:04 PM (2 বছর আগে)

একাধিক কন্ট্রোলরুম খুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

দানাপুর, বারাবনি, দীন দয়াল উপাধ্যায় জংশন, সোনাপুর, নওগাছিয়া, খাগারিয়াতে আলাদা কন্ট্রোল রুম খোলা হল।

7:01 PM (2 বছর আগে)

নিউ জলপাইগুড়ি স্টেশনে খোলা হলো কন্ট্রোল রুম

Posted by :- Sangram Singha Roy

নিউ জলপাইগুড়ি স্টেশনে খোলা হলো কন্ট্রোল রুম, নম্বরটি হল ৯০০২০৪১৯৫১

6:55 PM (2 বছর আগে)

ট্রেন ও যাত্রী সম্পর্কে খোঁজখবরের জন্য রেলের তরফে জারি করা হল হেল্পলাইন নম্বর

Posted by :- Sangram Singha Roy

৮১৩৪০৫৪৯৯৯ এই নম্বরটি দুর্ঘটনাগ্রস্ত ট্রেন ও যাত্রী সম্পর্কে খোঁজখবরের জন্য রেলের তরফে জারি করা হয়েছে।

6:52 PM (2 বছর আগে)

ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়

Posted by :- Sangram Singha Roy

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেন NBSTC চেয়ারম্যান পার্থপ্রতিম রায়

6:50 PM (2 বছর আগে)

কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীরা রওনা হয়েছেন ঘটনাস্থলে

Posted by :- Sangram Singha Roy

ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে  ২০ জন পুলিশ কর্মী রওনা হয়েছেন ঘটনাস্থলে।

Advertisement
6:46 PM (2 বছর আগে)

যাত্রীদের উদ্ধারকাজে হাত লাগানো হচ্ছে

Posted by :- Sangram Singha Roy

আটকে পড়া যাত্রীদের বের করতে গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে

6:44 PM (2 বছর আগে)

বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় উদ্ধার শুরু

Posted by :- Sangram Singha Roy

উদ্ধার শুরু করতে রাত হওয়ায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে, তবে পুরোদস্তুর উদ্ধার শুরু হয়েছে

6:43 PM (2 বছর আগে)

দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ শুরু, বহু আটকে কামরায়

Posted by :- Sangram Singha Roy

দুর্ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে

Advertisement