দুটি দল ছাড়া পাহাড়ের সব দলই জিটিএ নির্বাচনের বিরুদ্ধে। বললেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা। তিনি অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে কিছুই দেবেন না। যদি দেয় তা কেন্দ্রই দেবে। আজ GNLF অফিসে বৈঠকের পর জানালেন বিজেপি বিধায়ক নীরজ জিম্বা। তিনি বলেন জিটিএ নির্বাচনের পক্ষে তিনি তারা নন। এখন বিমল গুরুংয়ের জিজিএম ও জিটিএর বিরুদ্ধে। এমনকি রোশনগিরি পর্যন্ত জিটিএ নির্বাচন হলে রাস্তায় নেমে বিরোধ করবেন জানিয়েছেন।
We have the faith in Center govt and they will give nice to Darjeeling hills.