scorecardresearch
 

Suvendu Adhikari: ডায়মন্ড হারবারে অভিষেককে নিশানা শুভেন্দুর, বললেন, 'খেলা দেখাব'

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা করেন শুভেন্দু।

Advertisement
 ডায়মন্ডহারবার থেকে অভিষেককে নিশানা শুভেন্দুর ডায়মন্ডহারবার থেকে অভিষেককে নিশানা শুভেন্দুর
হাইলাইটস
  • ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা করেন শুভেন্দু
  • সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সভা থেকে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে সভা করেন শুভেন্দু। এই সভা নিয়ে সকাল থেকেই উত্তেজনা ছিল এলাকায়। বিভিন্ন জায়গায় বিজেপি (BJP) কর্মীদের বাধা ও মারধর করা বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের সাংসদ। 

তিনি আরও বলেন, 'আদালতের নির্দেশে সভামঞ্চ তৈরি শুরু করলাম। সারাদিন কিছু করেনি, রাতে সব খুলে দিয়ে চলে গেল। আমাদের কর্মীদের মেরেছে। বহু গাড়িতে ভাঙচুর চালিয়েছে। সুস্থ হয়ে সবাইকে বাড়ি ফিরতে হবে, আগামী দিনে বড় লড়াই। ২০২৬ ও ২০১৮ সালে ভাইপো ভোট করতে দেয়নি। কাউকে নমিনেশন করতে দেয়নি। এবার খেলা দেখাব। এখানে লাঙল দিলাম। এরপরে ধান ফলাব। ডিসেম্বরে আবার আসব। বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক গাড়ি লাড্ডু নিয়ে আসব। কী করে করতে হয় আমি জানি। আমাদের যে সব কর্মীদের আহত করেছে, তাঁদের চিকিৎসার দায়িত্ব আমার। আপনারা আইন হাতে তুলে নেবেন না। এর পর সভা করতে এলে আর ছোট গাড়িতে আসতে বলব না। পাঁচটি ট্রেন ভাড়া করে আনব।'

এরপরই অভিষেককে নিশনা করেন তিনি বলেন, 'আমাদের মিটিং করতে দেবে না বলছে। যে ওদের পৈতৃক জমিদারি। যেন ওর নামে লিখে দিয়েছে এখানটা। চ্যালেঞ্জ করে সভা করলাম। সব সুদ-আসলে ফেরত নেব, দণ্ডসুদও আদায় করব। এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান, স্কুলের ইউনিফর্ম খান। ৫০ হাজার চাকরি বেচেছেন। একেবারে লুটের রাজত্ব চলছে। জরাতে ২৭ বছরের বিজেপি সরকার। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। আমি স্টার্টিংয়ে নয় ফিনিশিংয়ে বিশ্বাস করি। একেবারে গাই-বাছুর সহ আপনাকে তাড়াব।'

Advertisement

Advertisement