তিস্তায় র্যাফটিং করতে গিয়ে প্রবল স্রোতের মুখে উলটে গেল বোট। তবে কেউ হতাহত হননি। ঘটনাটি ঘটে সিকিম-বাংলা সীমানায় মল্লির কাছে তিস্তা নদীতে। প্রবল স্রোতে বেসামাল হয় বোট। জলে পড়ে যান পর্যটকরা।