Child Death At Coachbehar: বেলুন নিয়ে খেলতে খেলতে সবার অলক্ষ্যে কখন মুখে দিয়ে দিয়েছিল চার বছরের শিশু, কেউ বুঝতে পারেনি। যখন বুঝতে পারলেন, ততক্ষণে বিপদ যা হওয়ার ঘটে গিয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসার সুযোগ পাওয়ার আগেই মৃত্য়ুর কোলে ঢলে পড়ে একরত্তি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার রুইডাঙায়। এলাকার ডাউয়াগুড়িতে কালীপুজো উপলক্ষে বিষহরি মেলা চলছে। সেখানে এদিন বিষহরা গানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, তা শিশুটির মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে স্থগিত রাখা হয়েছে।রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশ্বিনী দেবসিংহ বলেন, ‘গোটা ঘটনা খুবই বেদনাদায়ক। হতভম্ব আমি নিজেও। মঙ্গলবার বিষহরা গানের অনুষ্ঠান হলেও এই দু:খজনক ঘটনার জন্য আজকের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। আমি নিজে হাসপাতালে এসেছি পরিবারের পাশে দাঁড়াতে।’
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম বিশাল দেবসিংহ। কালীপুজো উপলক্ষ্যে মাথাভাঙ্গা ২ ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ডাউয়াগুড়ি গ্রামে বসেছে দুই দিনের বিষহরি মেলা। সেই মেলা দেখতে সোমবার স্বামী, পুত্র, কন্যাকে নিয়ে বাপের বাড়ি এসেছিলেন শম্পা দেবসিংহ। মঙ্গলবার তাঁরা মেলায় গিয়েছিলেন। সেখানেই শম্পাদেবী একটি বেলুন কিনে দেন শিশুপুত্র বিশালকে।
সেই বেলুনটি নিয়ে এদিন খেলছিল বিশাল। খেলতে খেলতেই সে বেলুনটি মুখে ঢুকিয়ে দেয়। কোনওভাবে সেটি গলায় শ্বাসনালীতে আটকে যায়। তাকে ছটফট করতে দেখে তড়িঘড়ি পরিবারের লোকেরা বিশালকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ততক্ষণে অচেতন হয়ে পড়েছিল সে। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।