scorecardresearch
 
Advertisement

Jaldapara Rhinoceros Resue: হুলাপার্টির হামলায় হাতির মৃত্যুর মধ্যেই গন্ডার শাবককে বাঁচানোর মরিয়া চেষ্টা, VIRAL VIDEO

Jaldapara Rhinoceros Resue: হুলাপার্টির হামলায় হাতির মৃত্যুর মধ্যেই গন্ডার শাবককে বাঁচানোর মরিয়া চেষ্টা, VIRAL VIDEO

ঝাড়গ্রামে গর্ভবতী হাতিকে পুড়িয়ে মারা হয়েছে। এই ছবি দেখে যখন রাজ্যের মানুষ মর্মাহত, ঠিক তখন বিপরীত ছবি দেখা গেল জলদাপাড়া অভয়ারণ্যে। আহত গন্ডার শাবককে বাঁচাতে মরিয়া প্রচেষ্টা বনদফতরের। বাঁশের স্ট্রেচারে করে গভীর জঙ্গল থেকে তুলে আনা হচ্ছে গন্ডার শাবককে। জলদাপাড়া বনবিভাগের ডিএফও প্রবীণ কাশোয়ান জানান, জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তর রেঞ্জের শিল তোর্সা নদীর তীরবর্তী এলাকায় আনুমানিক তিন থেকে চার বছর বয়সী একটি গন্ডার কাদার মধ্যে আটকে পড়ে। বনকর্মীরা টহল দেওয়ার সময় বিষয়টি লক্ষ্য করলে, তাকে উদ্ধার করে। তবে গন্ডার শাবকটি শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে গন্ডার শাবকটি এখানে এল, আহত হল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement