গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গীর যুবক অঙ্কিত ঘোষ আসলে নকল পুলিশ। সকলকে বোকা বানিয়ে পলিশ সেজে ঘুরে বেড়াত। কিনেছিল খানকয়েক পুলিশের উর্দিও। কীভাবে ধরা পড়ল? গোপনসূত্রে খবর পেয়ে তক্কে তক্কে ছিল পুলিশ। মঙ্গলবার পাকড়াও করে অঙ্কিতকে।