তৃণমূলের সাংগঠনিক রদবদলে সবচেয়ে চর্চিত বিষয় বীরভূমে সভাপতির পদ তুলে দেওয়া। দীর্ঘ কয়েক বছর ধরে বীরভূমে শেষ কথা অনুব্রত মণ্ডল। সেই অনুব্রতর কি ডানা ছাঁটল তৃণমূল? রবিবার কেষ্ট জানালেন, 'জেলে যখন খেটেছি অন্য দলে যাব না'।