বোলপুরের আইসিকে হুমকিকাণ্ডে দলের নির্দেশ মেনে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। বললেন,'পুলিশকে আমি ভালোবাসি। পুলিশ বিপদে পড়লে পাশে দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি ভাবতেই পারি না। পুলিশকে যে গাল দেয়, আমি তাকে অপমান করি'।